ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্র সম্পন্ন হল আজ। আর এই ড্র’তে ১৬ দলের ভাগ্য নির্ধারন হল। আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ ১৬-এ মুখোমুখি হবে মেসি ও রোনাল্ডো। এই ড্র-এ পিএসজির সামনে পড়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। হাইভোল্টেজ এই ম্যাচের অপেক্ষায় প্রহর গোনা শুরু করে দিয়েছে ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়ন্স লিগের বহু কাঙ্ক্ষিত ড্রটি অনুষ্ঠিত হল।
ড্র-এ বেনফিকার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ, ভিলারিয়ালের সামনে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির বাঁধা। অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। সালহাদের লিভারপুল খেলবে সালজবার্গের সঙ্গে। ইন্টার মিলান নামবে আয়াক্সের বিরুদ্ধে। জুভেন্তাসের প্রতিপক্ষ স্পোর্টিং সিপি। চেলসি মুখোমুখি হবে লিলের। আর বহু প্রতীক্ষিত মেসি বনাম রোনাল্ডো অর্থাৎ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে পিএসজির বিরুদ্ধে।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ড্রয়ের ক্ষেত্রে মানা হয়েছে দুটি নিয়ম। এর মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে- গ্রুপ পর্বে যারা রানার্সআপ হবে তারা দ্বিতীয় রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। তবে প্রথম রাউন্ডে একই গ্রুপে থাকা দলটির সঙ্গে খেলা পড়বে না। অপর নিয়ম হচ্ছে, একই লিগের দুটি দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে না। যেমন লিগ ওয়ানের দল লিলে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে, তারা পিএসজির বিপক্ষে খেলবে না।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ১)ম্যাঞ্চেস্টার সিটি, ২)বায়ার্ন মিউনিখ, ৩)রিয়াল মাদ্রিদ, ৪)লিলে, ৫)লিভারপুল, ৬)ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ৭)জুভেন্তাস, ৮)আয়াক্স চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে গ্রুপ রানার্সআপ হয়েছিল ১)পিএসজি, ২)অ্যাটলেটিকো মাদ্রিদ, ৩)স্পোর্টিং সিপি, ৪)ইন্টার মিলান, ৫)বেনফিকা, ৬)ভিলারিয়াল, ৭)সালজবার্গ, ৮)চেলসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।