আসন্ন মরশুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগসহ ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতাগুলির ক্ষেত্রে বড়সড় নিয়ম পরিবর্তনের কথা ঘোষণা করল ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা। জল্পনা বহুদিন থেকেই ছিল, সেই জল্পনাকে সত্যি করেই বদলে যাচ্ছে ‘অ্যাওয়ে গোল’এর নিয়ম।
এই মরশুম অবধি ক্লাব ফুটবলের নিয়ম অনুসারে নকআউট পর্বে দুই দলের ম্যাচ ড্র হলে সর্বপ্রথম ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে দেখা হত প্রতিপক্ষের ঘরের মাঠে কোন দল কতগুলি গোল করেছে। যে দল বেশি গোল করত, তারাই পরের রাউন্ডে পৌঁছে যেত। এই নিয়মের জেরেই গত বছরে পোর্তোর বিরুদ্ধে ম্যাচ জিতে, দুই লেগে স্কোরলাইন সমান হওয়ার পরও টুর্নামেন্ট থেকে ছিঁটকে যেতে হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসকে।
বহুদিন ধরেই অনেকেই এই নিয়মের বিরোধিতা করে এসছেন। মরশুম শেষে এই নিয়ে বিচার করা হবে বলে জানানো হয়েছিল উয়েফার তরফে। সেইমতোই আলাপ আলোচনার পর ‘অ্যাওয়ে গোল’ নিয়ম বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় সংস্থার তরফে।
উয়েফা প্রেসিডেন্ট অ্যালেকসান্ডের সেফারিনের মতে এই নিয়মের আসল উদ্দেশ্যই আর চরিতার্থ করা সম্ভব হচ্ছে না, যার কারণেই এই সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এই নিয়মের পিছনের আসল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত প্রভাব বর্তমানে দেখা যাচ্ছে। এমনকি অনেক সময় যে দল প্রথম লেগে নিজেদের ম্যাচ খেলে, তাদের ক্ষেত্রে অসুবিধারও সৃষ্টি হচ্ছে এর ফলে। অ্যাওয়ে গোল করলে তাদের প্রতিপক্ষ বাড়তি সুবিধা পেয়ে যাবে ভেবে অনেক দলই নিজেদের সাধারণ অ্যাটাকিং খেলা খেলতে পারছে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।