বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: ‘পেনাল্টি মেনে নিতে পারব না', ইংল্যান্ডের বিরুদ্ধে ‘তিক্ত’ পরাজয়ে ক্ষুব্ধ ড্যানিশ কোচ হিউলমান্ড

EURO 2020: ‘পেনাল্টি মেনে নিতে পারব না', ইংল্যান্ডের বিরুদ্ধে ‘তিক্ত’ পরাজয়ে ক্ষুব্ধ ড্যানিশ কোচ হিউলমান্ড

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পরা জোয়াকিম মেইলাকে সান্ত্বনা স্মাইকেলের। ছবি- রয়টার্স।  (Pool via REUTERS)

১০৪ মিনিটে হ্যারি কেনের বিতর্কিত গোলে ২-১ হেরে ইউরো জয়ের স্বপ্ন শেষ হয় ডেনমার্কের।

এবারের ইউরোয় ডেনমার্কের স্বপ্নের দৌড় ইংল্যান্ডের বিরুদ্ধে এক্সট্রা টাইমে ২-১ গোলে হেরে সমাপ্ত হয়েছে। নিজেদের সবটা উজাড় করে দিয়েও শেষরক্ষা হয়নি, সম্ভব হয়নি প্রায় তিন দশক আগেকার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর। ম্যাচ হারলেও রেফারির একাধিক সিদ্ধান্ত ডেনমার্কের দলের বিরুদ্ধেই গিয়েছে বলে মনে করছেন সমর্থক থেকে বিশেষজ্ঞরা।

সেই তালিকায় সামিল ড্যানিশ কোচ ক্যাসপার হিউলমান্ড। এক্সট্রা টাইমে হ্যারি কেনের বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত যে মেনে নিতে পারেননি, তা তাঁর কথায় স্পষ্ট। হিউলমান্ড জানান, ‘আমি কোনভাবেই এটাকে পেনাল্টি হিসাবে মেনে নিতে পারব না। ও (রাহিম স্টার্লিং) যে নিজের পা ইচ্ছাকৃত বের করে এবং পরে যায় তা স্পষ্ট। এই সিদ্ধান্তটা আমাদের দলের পক্ষে মেনে নেওয়াটা খুবই কঠিন।’

ড্যানিশ কোচ স্বীকার করে নিচ্ছেন স্বপ্নের দৌড়ের পর এই পরাজয় মেনে নিতে বেশ কিছুটা সময় লাগবে। ‘ম্যাচ হারা এক ব্যাপার, সেটা খেলার মধ্যে স্বাভাবিক। কিন্তু তাই বলে এইভাবে পরাজয়। আমার মনে হয় এটা আমার দলের ফুটবলারদের জন্য খুবই হতাশা ও করুণাজনক ব্যাপার, কারণ ওরা নিজেদের সবটুকু উডাড় করে দিয়েছিল। এই পরাজয়ের স্বাদ খুবই তিক্ত। আমাদের বেশ কিছুটা সময় লাগবে এর থেকে সামলে উঠে সবকিছুকে সঠিক নজরে বিচার করতে। এভাবে টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়া খুবই হতাশাজনক।’ দাবি হিউলমান্ডের।

বন্ধ করুন