এবারের ইউরোর শুরুটা একেবারেই ভালভাবে হয়নি স্প্যানিশ দলের। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েও দুই ম্যাচে পরপর ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ারও আশঙ্কা রয়েছে লুইস এনরিকের দলের। এমন সময়েই প্রাক্তন নেদারল্যান্ডস মিডফিল্ডার রাফায়েল ভ্যান ডার ভাতের এক বক্তব্যকে ঘিরে নতুন উদ্যমের সঞ্চার হয়েছে স্পেন দলে।
প্রথম দুই ম্যাচে বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকলেও ম্যাচ দখল সম্ভব হয়নি লা রোহার পক্ষে। এরপরেই তাঁদের খেলার ধরণ লক্ষ্য তরে বিদ্রূপ করেন ভ্যান ডার ভাত। স্পেনের খেলাকে ‘জঘন্য’ এবং ‘ওরা শুধুমাত্র ব্যাকপাস করতে পারে’ বলেই তোপ দাগেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
তবে ভ্যান ডার ভাতের এই বিদ্রূপকে একেবারেই মেনে নিতে পারছেন স্পেনের ফুটবলাররা। প্রাক্তন ডাচ তারকার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে তীক্ষ্ণ জবাব দিতে পিছপা হননি স্প্যানিশ মিডফিল্ডার এবং লা লিগা জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ অধিনায়ক কোকে।
স্পেনের এক রেডিয়ো চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কোকে জানান, ‘ভ্যান ডার ভাত শিরোনামে আসতে চেয়েছিল এবং ও সেটা অর্জন করতে সক্ষম হয়েছে। আমি বিশ্বকাপ ফাইনালে ওকে দেখেছিলাম এবং আমাদের ট্রেনিং বেসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইনিয়েস্তার গোলের একটা ছবি রয়েছে, যার পাশেই ও রয়েছে (২০১০ সালের ফাইনালে ইনিয়েস্তাকে গোল করা থেকে রুখতে ব্যর্থ হন ভ্যান ডার ভাত)। সকলের মতামতকেই সম্মান জানানো উচিত, তবে এই কথাগুলিকে আমরা মনে রাখব। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আমাদের ম্যাচ হলে এর জবাবটা আমরা মাঠেই দেব।'
দলের আরেক মিডফিল্ডার পাবলো সারাবিয়া রীতিমতো হুমকির সুরে জানিয়েছেন ভ্যান ডার ভাতের এই বক্তব্য উচিত হয়নি। পাশাপাশি প্রাক্তন ফুটবলারহিসাবে এমন মন্তব্য অনভিপ্রেত বলেই দাবি তাঁর। নিজেদের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে স্লোভাকিয়ার মুখোমুখি হবে রেকর্ড ইউরো জয়ী স্পেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।