বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকার 'জঘন্য' বিদ্রূপের জবাব দিতেই মাঠে নামবে স্পেন

EURO 2020: প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকার 'জঘন্য' বিদ্রূপের জবাব দিতেই মাঠে নামবে স্পেন

স্লোভাকিয়া ম্যাচের আগে কোচ লুইস এনরিকের সঙ্গে পরিকল্পনায় ব্যস্ত স্পেন দল। ছবি- রয়টার্স। (REUTERS)

এ বারের ইউরোয় প্রথম দুই ম্যাচই হতাশাজনক ড্র করেছে স্পেন।

এবারের ইউরোর শুরুটা একেবারেই ভালভাবে হয়নি স্প্যানিশ দলের। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েও দুই ম্যাচে পরপর ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ারও আশঙ্কা রয়েছে লুইস এনরিকের দলের। এমন সময়েই প্রাক্তন নেদারল্যান্ডস মিডফিল্ডার রাফায়েল ভ্যান ডার ভাতের এক বক্তব্যকে ঘিরে নতুন উদ্যমের সঞ্চার হয়েছে স্পেন দলে।

প্রথম দুই ম্যাচে বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকলেও ম্যাচ দখল সম্ভব হয়নি লা রোহার পক্ষে। এরপরেই তাঁদের খেলার ধরণ লক্ষ্য তরে বিদ্রূপ করেন ভ্যান ডার ভাত। স্পেনের খেলাকে ‘জঘন্য’ এবং ‘ওরা শুধুমাত্র ব্যাকপাস করতে পারে’ বলেই তোপ দাগেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। 

তবে ভ্যান ডার ভাতের এই বিদ্রূপকে একেবারেই মেনে নিতে পারছেন স্পেনের ফুটবলাররা। প্রাক্তন ডাচ তারকার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে তীক্ষ্ণ জবাব দিতে পিছপা হননি স্প্যানিশ মিডফিল্ডার এবং লা লিগা জয়ী অ্যাটলেটিকো মাদ্রিদ অধিনায়ক কোকে।

স্পেনের এক রেডিয়ো চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কোকে জানান, ‘ভ্যান ডার ভাত শিরোনামে আসতে চেয়েছিল এবং ও সেটা অর্জন করতে সক্ষম হয়েছে। আমি বিশ্বকাপ ফাইনালে ওকে দেখেছিলাম এবং আমাদের ট্রেনিং বেসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইনিয়েস্তার গোলের একটা ছবি রয়েছে, যার পাশেই ও রয়েছে (২০১০ সালের ফাইনালে ইনিয়েস্তাকে গোল করা থেকে রুখতে ব্যর্থ হন ভ্যান ডার ভাত)। সকলের মতামতকেই সম্মান জানানো উচিত, তবে এই কথাগুলিকে আমরা মনে রাখব। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আমাদের ম্যাচ হলে এর জবাবটা আমরা মাঠেই দেব।'

দলের আরেক মিডফিল্ডার পাবলো সারাবিয়া রীতিমতো হুমকির সুরে জানিয়েছেন ভ্যান ডার ভাতের এই বক্তব্য উচিত হয়নি। পাশাপাশি প্রাক্তন ফুটবলারহিসাবে এমন মন্তব্য অনভিপ্রেত বলেই দাবি তাঁর। নিজেদের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে স্লোভাকিয়ার মুখোমুখি হবে রেকর্ড ইউরো জয়ী স্পেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'ডাক্তারদের দাবি ন্যায্য...', আরজি কর কাণ্ডে জবাবদিহি চেয়ে কড়া বার্তা অভিষেকের ‘বাড়িতে আসার কথা বলে…’, আরজি কর নিয়ে কথা বলতে গিয়ে বলিউড নিয়ে বিস্ফোরক কঙ্গনা আন্দোলনেই জব্দ লুটেরা! সন্দেশখালিতে বাসিন্দাদের কেড়ে নেওয়া জমি, পুকুর ফেরত ‘কত মেয়ে দুঃখ পেল’! বউর সঙ্গে ফেসবুক ডিপি কিঞ্জলের; লিখলেন,‘যে আমাকে সব কিছুতে…’ আজ এশিয়ার ম্যাচে নামছে মোহনবাগান! কোথায় লাইভ দেখবেন? কত টাকা লাগবে? দেখুন আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত টিটাগড়ে দলীয় কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল তৃণমূল কাউন্সিলর, আটক করল পুলিশ মোদীর জন্মদিনে নিরামিষ লঙ্গর আজমির শরীফে, প্রধানমন্ত্রীর জন্য করা হল প্রার্থনা পতৌদির রক্ত জেহ-তৈমুরের শরীরে, ছোট থেকেই ছেলেদের যে ট্রেনিং দিচ্ছেন সইফ এই অস্থির সময়ে মা দুর্গার উপর ভরসা রাখুন, এখন থেকেই পাঠান শারদীয়ার শুভেচ্ছা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.