বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020 Final: ‘আমি পেনাল্টি নিতে প্রস্তুত ছিলাম’, রয় কিনের অভিযোগে ক্ষুব্ধ জ্যাক গ্রিলিশ

EURO 2020 Final: ‘আমি পেনাল্টি নিতে প্রস্তুত ছিলাম’, রয় কিনের অভিযোগে ক্ষুব্ধ জ্যাক গ্রিলিশ

জ্যাক গ্রিলিশ। ছবি- রয়টার্স। (Pool via REUTERS)

ইতালির বিরুদ্ধে ফাইনালে পেনাল্টিতে ৩-২ ব্যবধানে পরাস্ত হয় ইংল্যান্ড।

৫৫ বছর পর প্রথমবার খেতাব জয়ের লক্ষ্যে ইউরোর ফাইনালে ইতালির বিরুদ্ধে মাঠে নেমেছিল ইংল্যান্ড। তবে পেনাল্টি কাঁটায় ফের বিদ্ধ হয়ে স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের। পরপর তিনটি পেনাল্টি মিস করেন মার্কাস রাশফোর্ড, জেডন স্যাঞ্চো এবং বুকায়ো সাকা। অনেক বিশেষজ্ঞই দাবি করেন ইংল্যান্ডের পেনাল্টি নেওয়ার জন্য ফুটবলার বাছাই সঠিক হয়নি।

রয় কিন স্কাই স্পোটর্সে নিজের চাঁচাছোলা ভঙ্গিমায় ইংল্যান্ডের সিদ্ধান্তের তুলোধনা করেন। দলের সিনিয়র তারকা খেলোয়াড়রা থাকা সত্ত্বেও সাকার মতো তরুণ একজন ফুটবলারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাপের একটি পেনাল্টি মারতে পাঠানোর সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবদন্তি। কিন বলেন, ‘দলে (রাহিম) স্টার্লিং এবং (জ্যাক) গ্রিলিশের মতো তারকারা থাকা সত্ত্বেও ওদের আগে একটি বাচ্চা ছেলেকে (বুকায়ো সাকা) পেনাল্টি নিতে এগিয়ে দেওয়া কখনই সঠিক সিদ্ধান্ত হতে পারে না।’

তবে কিনের অভিযোগের পাল্টা দিতে ছাড়েননি জ্যাক গ্রিলিশও। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সরাসরি কিনের কথা তুলে এনে তিনি লেখেন, ‘আমি পেনাল্টি নিতে প্রস্তুত ছিলাম। তবে ম্যানেজার গোটা টুর্নামেন্ট জুড়েই একের পর এক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আজ রাতেও সিদ্ধান্তটা ওঁরই ছিল। আমার বিরুদ্ধে পেনাল্টি নিতে না চাওয়ার কারুর অভিযোগ আমি মেনে নেব না, যখন স্পষ্টতই আমি পেনাল্টি মারতে চাই বলেই জানিয়েছিলাম।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন