বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: অভূতপূর্ব রাতে, দুই অসাধারণ ফুটবল ম্যাচে মুগ্ধ নেটিজেনরা

EURO 2020: অভূতপূর্ব রাতে, দুই অসাধারণ ফুটবল ম্যাচে মুগ্ধ নেটিজেনরা

দুই ম্যাচে উচ্ছ্বাসের দুই মুখ। ছবি- উয়েফা ইউরো (টুইটার)।

শেষ ষোলোর দুই ম্যাচ মিলিয়ে মোট ১৪টি গোল হয়।

জোরকদমে ইউরোর নক আউট পর্বের আসর শুরু হয়ে গিয়েছে। মহাদেশে নিজেদের সেরা প্রমাণের লড়াইয়ে এক অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াইয়ে নিজেদের সর্বস্ব উজাড় করে দিচ্ছে ইউরোপের সেরা দলগুলি। প্রি-কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনে দুই রোমহর্ষক ম্যাচে অসাধারণ ফুটবল দেখে আপ্লুত বিশেষজ্ঞ থেকে সমর্থক সকলেই।

প্রি-কোয়ার্টারের তৃতীয় দিনে দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন-ক্রোয়েশিয়া এবং ফ্রান্স-সুইজারল্যান্ড। মদ্রিচ-বুস্কেটসের মাঝমাঠ দখলের লড়াই থেকে তারকাখোচিত বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের ম্যাচ দেখতে উৎসুক ছিলেন সমর্থকরা। দুই রোমহর্ষক ম্যাচের ১৪ গোল ও ২৪০ মিনিটের অধিক লড়াই তাদের বিন্দুমাত্র হতাশ করেনি। 

এমন দু'টো ম্যাচ দেখার পরে আপ্লুত নেটিজেনরা। প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার তথা সঞ্চালক গ্যারি লিনেকার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘আজকের আগে হয়তো একদিন এমন ফুটবল আর কখনও দেখিনি। দু'টি অসাধারণ ম্যাচ, যা একে অপরের প্রায় প্রতিচ্ছবি। অসাধারণ সব দৃশ্য।’

দুই ম্যাচের মধ্যে কোনটি তাঁদের বেশি পছন্দের বাছাই করতে বলা হলে আপ্লুত সমর্থকরা কেউ ফ্রান্স বনাম সুইজারল্যান্ড ম্যাচকে বাছেন তো কেউ আবার স্পেন বনাম ক্রোয়েশিয়া।

তবে অনেকেই দুই ম্যাচের মধ্যে একটিকে বেছে নিতে হিমশিম খান এবং পরিবর্তে দুই ম্যাচের ফুটবলের মানের উচ্ছ্বসিত প্রশংসা করেন। একজন লেখেন, ‘কোন একটিকে বাছাই করা অসম্ভব। দু'টোই শীর্ষস্তরের।’ তো আরেকজেন এমন দুর্ধর্ষ দুই ম্যাচ দেখে জানান, ‘দুটোই টুর্নামেন্টের সেরা ম্যাচ হওয়ার দাবিদার।’

বন্ধ করুন
Live Score