বহু বিতর্ক পেরিয়ে অবশেযে ছয় বছর পর জাতীয় দলে খেলার ডাক পেয়েছেন করিম বেঞ্জিমা। তবে ফ্রান্স দলে প্রত্যাবর্তনের দ্বিতীয় ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রিয়াল মাদ্রিদ তারকা।
বুলগেরিয়ার বিরুদ্ধে ইউরোর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে জেতে ফরাসি দল। কিন্তু সহজেই ম্যাচ জিতলেও ৪১ মিনিটের মাথায় চোট পেয়ে বেঞ্জিমার মাঠ ছাড়ায় চিন্তার ভাঁজ পড়েছে অনেক সমর্থকদের কপালেই। তবে বেঞ্জিমার চোট তেমন গুরুতর নয় বলেই সমর্থকদের আশ্বাস দিয়েছেন কোচ দিদিয়ের দেশঁ।
দেশঁ বলেন, ‘হাঁটুর ওপরের পেশিতে ওর আঘাত লাগে। পেশি শক্ত হয়ে আসছিল বলেই বড় রকমের চোটের ভয়ে ওকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তবে আমাদের সঙ্গে ভীষণ দক্ষ এক মেডিক্যাল দল আছে যারা ওর জন্য সবসময় সঠিকটাই বাছবে। ধীরে ধীরে ওর চোট সেরে যাবে, সেই নিয়ে আমার বিশেষ কোন চিন্তার কারণ নেই। তেমন বড়সড় কোন ক্ষতি হয়নি।’
টুর্নামেন্টে বিশ্বজয়ী ফ্রান্স দল সবচেয়ে কঠিন গ্রুপ বা 'গ্রুপ অফ ডেথ'-এ পর্তুগাল, জার্মানি ও হাঙ্গেরির বিরুদ্ধে খেলবে। এমন কড়া চ্যালেঞ্জের আগে দলের সকল সদস্যের ফিট থাকা অত্যন্ত জরুরি। বহুদিন পর দলে ফিরলেও দলের গুরুত্বপূর্ণ সদস্য বেঞ্জিমা। দেশঁ আশা করবেন জার্মানদের বিরুদ্ধে ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে নামার আগেই তাঁর অভিজ্ঞ স্ট্রাইকার সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।