বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: ভুল শুধরে দুরন্ত মনোভাব প্রদর্শনকারী স্প্যানিশ গোলরক্ষককে কুর্নিশ লুইস এনরিকের

EURO 2020: ভুল শুধরে দুরন্ত মনোভাব প্রদর্শনকারী স্প্যানিশ গোলরক্ষককে কুর্নিশ লুইস এনরিকের

ম্যাচ শেষে সতীর্থ রুইজের সঙ্গে উচ্ছ্বাসে ভাসলেন উনাই সিমন। ছবি- রয়টার্স। (Pool via REUTERS)

ম্যাচের ২০ মিনিটে হাস্যকরভাবে ক্রোয়েশিয়াকে কার্যত একটি গোল উপহার দেন সিমন।

এবারের ইউরো টুর্নামেন্টের সম্ভবত এখনও পর্যন্ত হওয়া সেরা ম্যাচে ক্রোয়েশিয়াকে পরাস্ত করে শেষ আটের টিকিট সুনিশ্চত করে স্প্যানিশ দল। রোমহর্ষক ম্যাচে ৫-৩ গোলে অতিরিক্ত সময়ে জয়লাভ করে লুইস এনরিকের দল।

আট গোল ও ১২০ মিনিটের ম্যাচে মধ্যেই দুই দল এবং তাঁদের ফুটবলাররা একাধিক ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়। চড়াই-উতরাইয়ে ভরা এই লড়াইয়ে দুই দলের ফুটবলারদের জন্যই কখনও হতাশার ঘন কালো মেঘ, তো আবার কখনও রোদের উজ্জ্বল ঝলকানি। ম্যাচের মধ্যে এর সেরা উদাহরণ স্পেন গোলরক্ষক উনাই সিমন।

২৪ বছর বয়সী অ্যাথলেটিক বিলবাওয়ের গোলরক্ষকের আন্তর্জাতিক কেরিয়ারের বয়স খুব বেশি নয়। ইউরো শুরুর আগেই নিজের ঘরের মাঠে দর্শকদের সামনে খেলার স্বপ্নও ভঙ্গ হয় তাঁর। ডেভিড ডে হিয়ার বদলে স্পেনের তেকাঠির নীচে তাঁর উপরই আস্থা জ্ঞাপন করেছেন কোচ এনরিকে। 

তবে ম্যাচের ২০ মিনিটের মাথায় হাস্যকর গোল খেয়ে মুহূর্তেই গোটা দেশের ভিলেন হয়ে যান তিনি। তবে ফুটবল যে অনিশ্চিয়তার খেলা। সবাইকে নিজের ভুল শুধরে নেওয়ার যে সুযোগ দেন ফুটবল দেবতা তা সিমনকে দেখেই বোঝা যায়। ম্যাচের মধ্যে কয়েকটি দুর্দান্ত সেভ করার অতিরিক্ত সময়ে নিশ্চিত গোল বাঁচিয়ে এক সময়ে ম্যাচের ভিলেনই হয়ে উঠলেন লা রোহার নায়ক। আর ম্যাচের পর নিজের গোলকিপারের এই বজ্রকঠিন মানসিকতা দেখিয়ে ফিরে আসাকে প্রশংসায় ভরিয়ে দিলেন এনরিকে।

স্প্যানিশ কোচ ম্যাচের পর বলেন, ‘(উনাই সিমন) সবাইকে আজ একটি পাঠ শিখিয়েছে। ভুল করাটা খুব একটা বড় ব্যাপার নয়। নিজের ভুল শুধরাতে তুমি কি মনোভাবের পরিচয় দিচ্ছ, সেটাই আসল। এটা ওর জাতীয় দলের সমস্ত সতীর্থ এবং সকল বাচ্চারা যারা ফুটবলকে কেরিয়ারহিসাবে বেছে নিতে চায়, তাঁদের জন্য একটা দারুণ উদাহরণ।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন