টুর্নামেন্ট শুরুর আগেই এবারের ইউরোয় স্পেন দলের অধিনায়ক সার্জিও বুস্কেটস করোনার কবলে পড়েন। পর্তুগালের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর তিনি দলের সঙ্গে আর কোনরকম ট্রেনিং করেননি। তাঁকে বার্সেলোনাতে তাঁর বাড়িতে নিভৃতবাসের জন্য পাঠিয়ে দেওয়া হয়।
তবে করোনামুক্ত হয়ে সদ্যই ফের দলে যোগ দিয়েছেন বুস্কেটস। যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই স্পেনের মিডফিল্ড জাদুকর পোল্যান্ডের বিপক্ষে ফের মাঠে নামতে প্রস্তুত বলেই দাবি কোচ লুইস এনরিকের।
এক স্প্যানিশ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনরিকে জানান, ‘ওকে (বুস্কেটস) নিয়ে কোন সমস্যা নেই। ও যে ১২ দিন দলের বাইরে ছিল, সেইসময়ও বাড়িতে নিজের ট্রেনিং চালিয়ে যেতে সক্ষম হয়েছে। মাঠে নামার জন্য ও শারীরিকভাবে সঠিক জায়গাতেই রয়েছে। এই সময়কালে আমরা ওর সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছিলাম। দল থেকে দূরে থাকা সত্ত্বেও ও দলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল।’
প্রথম ম্যাচে ৮৬ শতাংশ বল পজিশন রেখে অগনিত শট নিলেও সুইডেনের ডিফেন্সকে ভাঙতে পারেনি লা রোহা। সেই কারণেই রবার্ট লেওয়ানডোস্কিদের শক্তিধর পোল্যান্ডের বিরুদ্ধে তাঁদের আসন্ন ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে দলের মাঝমাঠে বুস্কেটসের প্রত্যাবর্তন যে দলের শক্তি অনেকাংশেই বাড়িয়ে দেবে, সেই বিষয়ে কোন দ্বিমত নেই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।