এ বছরের ইউরোর শুরুটা একবারে ভাল করতে পারেনি স্পেন। প্রথম দুই ম্যাচে হতাশাজনক ড্রয়ের পরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয় লুইস এনরিকের দলকে। তবে ঠিক সময়ে নিজেদের ফর্ম ফিরে পেয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে লা রোহা।
পেনাল্টিতে সুইজারল্যান্ডকে পরাজিত করে তাঁরা পৌছে গেছে ইউরোর সেমিফাইনালে। স্প্যানিশ দলের এই প্রত্যাবর্তনের সবচেয়ে বড় উদাহরণ গোলরক্ষক উনাই সিমন। ক্রোয়াশিয়া ম্যাচের শুরুর দিকে অদ্ভুদ এক গোল হজম করায় অভিযোগের আঙুল ওঠে তাঁর দিকে। সেই উনাই সিমনই সুইসদের বিরুদ্ধে দু'টি পেনাল্টি বাঁচিয়ে স্পেনের জয়ের নায়ক।
ম্য়াচের পরে স্প্যানিশ গোলরক্ষককে প্রশংসায় ভরিয়ে দেন সতীর্থ কোকে। তিনি বলেন, ‘ওর (উনাই সিমন) সাহসিকতাকে কুর্নিশ। ক্রোয়েশিয়া ম্যাচে ওর সঙ্গে যা ঘটেছিল, তা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু ওই ঘটনার পর ও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা এক কথায় অসাধারণ। আশা করছি ও এইভাবেই নিজের খেলা চালিয়ে যেতে পারবে। ’
সুইসদের কঠিন লড়াই পার করে শেষ চারে স্পেন মুখোমুখি হবে ইতালির। কঠিন লড়াই করে জয়, দলকে আরও মজবুত করবে বলেই মনে করছেন কোকে। ‘এই চ্যালেঞ্জগুলো আমাদের দলগতভাবে আরও উদ্বুদ্ধ করে। আশা করছি আমরা এমনভাবেই একত্রিত হয়ে এগিয়ে যেতে পারব।’ দাবি স্প্যানিশ মিডফিল্ডারের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।