বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: অনবদ্য গোলে নজির গড়ে রোনাল্ডোদের পরাস্ত করলেন হ্যাজার্ড, দেখুন ভিডিও

EURO 2020: অনবদ্য গোলে নজির গড়ে রোনাল্ডোদের পরাস্ত করলেন হ্যাজার্ড, দেখুন ভিডিও

গোলের পর উল্লাস থোরাগান ও ইডেন হ্যাজার্ডের। ছবি- রয়টার্স। (Pool via REUTERS)

ম্যাচের ৪২ মিনিটে গোল করেন হ্যাজার্ড।

এবারের ইউরোর সম্ভবত সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচে কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম এবং পর্তুগাল। ফিফা তালিকায় এক নম্বরে থাকা দল বনাম ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নের লড়াইটা ছিল সম্মানেরও। সেই ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চ্যাম্পিয়ন দল পর্তুগালকে ছিটকে দিল ইডেন হ্যাজার্ডের বেলজিয়াম।

তারকাখোচিত ম্যাচের আগেই বেলজিয়ামের দুর্বলতাকে কাজে লাগানোর হুশিয়ারি দিয়ে রেখেছিলেন পর্তুগীজ কোচ ফার্নান্দো স্যান্টোস। প্রথম থেকে শেষ অবধি আপ্রাণ লড়াইও চালিয়ে গেল পর্তুগাল দল। তবে দিনের শেষে একটা মুহূর্তই বদলে দিল ম্যাচের ভাগ্য। ঘড়ির কাঁটায় তখন প্রথমার্ধে ৪২ মিনিট হয়েছে। এমন সময় হঠাৎই পর্তুগীজ বক্সের বাইরে বাঁ-দিকে পায়ে বল পান থোরগান হ্যাজার্ড। এরপর তিনি যে শটটি নেন, তাতেই বলের সঙ্গে সঙ্গে উড়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের টুর্নামেন্টের শেষ আটে পৌঁছানোর স্বপ্নও।

অভূতপূর্ব বাঁক খাওয়ানো শটকে রুখতে মরিয়া চেষ্টা করলেও, প্রতিহত করতে পারেননি পর্তুগাল দলের তারকা গোলরক্ষক রুই প্যাটরিসিও। ফিনল্য়ান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। তবে দলে ফিরেই প্রথম বেলজিয়ানহিসাবে পরপর দুই ম্যাচে গোল করে নজির গড়েন জুনিয়র হ্যাজার্ড। ইউরোর শেষ আটে বেলজিয়ান রেড ডেভিলসদের জন্য অপেক্ষা করে রয়েছে আরও এক টুর্নামেন্ট ফেভারিট ইতালি।

বন্ধ করুন