বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EURO 2020: মাঠে দু'টি বল. স্মাইকেলের চোখে লাইট, হ্যারি কেনদের জয়ে বিতর্কের ঝড়

EURO 2020: মাঠে দু'টি বল. স্মাইকেলের চোখে লাইট, হ্যারি কেনদের জয়ে বিতর্কের ঝড়

স্টার্লিংয়ের পেনাল্টি জয়ের ঠিক আগের মুহূর্তে মাঠে একই সঙ্গে দু'টি বল। ছবি- টুইটার।

১০৪ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করেন হ্যারি কেন।

দীর্ঘ ৫৫ বছরের অপেক্ষার পর কোন বড় টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড। ডেনমার্ককে ২-১ গোলে এক্সট্রা টাইমে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে ইংল্যান্ড। তবে এই জয় নিয়ে বিতর্কের অন্ত নেই। 

১০৪ মিনিটে কেনের শট দুর্দান্তভাবে ক্যাসপার স্মাইকেল বাঁচিয়ে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি ইংল্যান্ড অধিনায়ক। তবে সোশ্যাল মিডিয়ায় নতুন কিছু ছবি ভাইরাল হয়েছে, যা থেকে স্পষ্টতই দেখা যাচ্ছে পেনাল্টির সময় ড্যানিশ গোলরক্ষকের একাগ্রতা ভঙ্গ করতে তাঁর চোখে আলো মারা হচ্ছে।

পেনাল্টি বাঁচানোর সময় স্মাইকেলের মুখে আলো। ছবি- টুইটার।
পেনাল্টি বাঁচানোর সময় স্মাইকেলের মুখে আলো। ছবি- টুইটার।

এখানেই শেষ নয়, বিতর্ক গোটা পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তটিকে ঘিরেই। জোয়াকিম মেইলার আলতো ছোঁয়ায় রাহিম স্টার্লিংয়ের পড়ে গিয়ে পেনাল্টি আদায় করে নেওয়া কতটা যুক্তিসঙ্গত তা পরের বিষয়। ফিফার নিয়ম অনুযায়ী খেলা ফাউল হওয়ার আগেই থামিয়ে দেওয়া উচিত ছিল। কারণ একই সময়ে মাঠে দু'টি বলের উপস্থিতি। নিয়ম অনুযায়ী মাঠে ম্যাচ চলাকালীন অপর কোন বল যদি মাঠে চলে এসে খেলায় সরাসরি প্রভাব ফেলে, তাহলে তখনই রেফারিকে খেলা থামিয়ে দেওয়া উচত। কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি। 

এরপরেই বিতর্কে তোলপাড় নেটপাড়া। কেউ কেউ মনে করছেন ডেনমার্কের সঙ্গে ‘ডাকাতি’ করা হয়েছে। তো কেউ আবার যোগ্য দল হিসাবে ইংল্যান্ড ফাইনালে পৌঁছেছে বলে দাবি করলেও, এমনভাবে জয় মেনে নিতে পারছেন না।  

তবে স্টার্লিং-এর গলায় স্বাভাবিকভাবেই উল্টো সুর। তিনি কিন্তু রেফারির সিদ্ধান্তের সমর্থনেই গলা চড়িয়েছেন। ‘আমি বক্সে পৌঁছানোর পরই ও নিজের পা বাড়িয়ে দেয়। আমি পরেযাই এবং সেই ছোঁয়াটা অনুভব করি। রেফারির দল সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’ দাবি স্টার্লিং-এর। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.