সার্বিয়া জানিয়েছিল, ডাকুর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইউরো ২০২৪-এর বাকি ম্যাচগুলো না খেলে দেশে ফিরে যাবে তারা৷ আলবেনিয়ার ফরোয়ার্ড মিরলিন্ড ডাকুকে ইতিমধ্যে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা৷
রবিবার ইউরোপিয়ান ইউনিয়ন ফুটবল অ্যাসেসিয়েশন (উয়েফা)-র এক কর্মকর্তা ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মেগাফোন হাতে নিয়ে ‘উগ্র জাতীয়তাবাদী’ স্লোগান দেওয়ায় ডাকুর বিরুদ্ধে এ শাস্তির কথা জানান৷
এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে মাঠে একটু বেশি অনভিপ্রেত ঘটনা দেখার আশঙ্কা নিয়ে৷ কারণ, চলতি আসরে অংশ নিচ্ছে বলকান অঞ্চলের সবচেয়ে বেশি দেশ৷ সার্বিয়া, ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়া এক সময় ছিল সাবেক যুগোস্লোভিয়ার অংশ৷ এছাড়া আলবেনিয়াও বাছাই পর্ব পার হওয়ায় চূড়ান্ত পর্বে এই চার দেশের কিছু ম্যাচে কিছু অপ্রীতিকর ঘটনা যে ঘটতে পারে তা অনেকেরই অনুমানে ছিল৷
‘অপ্রীতিকর' ঘটনার কারণে আলবেনিয়া শিরোনামে আসে ইউরো ২০২৪ শুরুর সঙ্গে-সঙ্গেই৷ সমর্থকরা আপত্তিকর এবং উত্তেজক বার্তা বিনিময় করায় আলবেনিয়াকে ১০ হাজার ইউরো জরিমানা করে উয়েফা৷
এছাড়া ক্রোয়েশিয়ার সঙ্গে নিজেদের প্রথম ম্যাচের দিন ডাকুর স্লোগান ও সমর্থকদের আতসবাজি নিয়ে মাঠে প্রবেশ-সহ আরও কিছু ঘটনার কারণে মোট ৪৭ হাজার ইউরো (প্রায় ৫০ হাজার ডলার) জরিমানা করা হয়৷ সমর্থকদের উশৃঙ্খলতার জন্য ক্রোয়েশিয়াকেও ২৮ হাজার ইউরো জরিমানা করে উয়েফা৷
তবে খেলোয়াড় হয়েও ইউরোর মতো আসরে মেগাফোন হাতে উগ্র স্লোগান দেওয়ায় সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন মিরলিন্ড ডাকু৷ ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচ শেষে ‘হত্যা কর, সার্বদের হত্যা করে'-সহ আরেও কিছু উগ্র জাতীয়তাবাদী স্লোগান দেওয়া ডাকু অবশ্য ইতিমধ্যে আবেগপ্রবণ হয়ে এমন আচরণ করায় ক্ষমা চেয়েছেন৷
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘আর ১০ জন ফুটবলারের মতো আমারও কিছু মুহূর্তে আবেগ অন্য মাত্রায় চলে যায়৷ বিষয়টি যাঁরা মাঠে যান, তাঁরা ভালো বুঝতে পারবেন৷ জাতীয় দলের হয়ে খেলার অনুভূতি এবং এমন সব সমর্থক, যাঁরা আমাদের অপরিমেয় ভালোবাসা দেন, তাঁদের জন্য খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুব কঠিন৷'
মিরলিন্ড ডাকু এর আগে ছিলেন কসভোর খেলোয়াড়৷ এক বছর আগে আলবেনিয়ার হয়ে খেলতে শুরু করেন তিনি৷
(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।