আগামী ১৪ জুন শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে টুর্নামেন্ট খেলতে নামবে জার্মানি। তবে তার আগে ২৭ সদস্যের দল ঘোষণা করল জার্মানি। এ দলে জায়গা হয়নি বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলার অন্যতম নায়ক ম্যাটস হুমেলসের। তবে দলে আছেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। ইলকায় গুনদোয়ানকে অধিনায়ক করে ইউরো ২০২৪-এর দল ঘোষণা করল জার্মানি। এই দলে নেই সার্জ নাব্রি, লিওন গোরেৎসকা, টিমো ভেরনার, নিকলাস সুলেরাও। জার্মানি জাতীয় দলের কোচ জুলিয়ান নাগলসমান ২৭ সদস্যের দল ঘোষণা করেন। এবারের ইউরোতে প্রতিটি দল ২৬ জনের স্কোয়াড ঘোষণা করতে পারবে। জার্মানির ঘোষিত দল থেকে ৭ জুনের মধ্যে একজন বাদ পড়বেন। জার্মানিতেই চলতি বছরের ১৪ জুন শুরু হবে ইউরো ২০২৪।
আরও পড়ুন… বৃষ্টির জন্য একটি দলের পরপর দুই ম্যাচ বাতিল! IPL-এ এটা প্রথম নয়, এর আগেও ঘটেছে এমন ঘটনা
২০১৪ সালের পর থেকে জার্মান ফুটবলের কী রেকর্ড-
২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর ২০১৬ সালে ইউরো’র সেমি থেকে বিদায় নেয় জার্মানি। এরপর হতাশার মুখোমুখি হয়েছে দলটি। টানা দুই বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া জার্মানি ২০২১ ইউরোতে খেলেছিল শেষ ষোলোতে। ২০২৩ সালটা আরও খারাপ কেটেছে দলটির। ১১টি ম্যাচ খেলে কেবল ৩টিতে জিতেছিল দলটি। দলের ভরাডুবির কারণে তৎকালীন কোচ হ্যান্সি ফ্লিককে চাকুরিচ্যুত করে জার্মানির ফুটবল ফেডারেশন। পরে দায়িত্ব নেন জুলিয়ান নাগলসমান। বছরের শেষ দিকে তুরষ্ক ও অস্ট্রিয়ার কাছে হারের পর দলে ব্যপক পরিবর্তন আনেন এই কোচ। এরপর গত মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে হারায় জার্মানরা।
আরও পড়ুন… Match Fixing-এর বড় অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিল শ্রীলঙ্কার আদালত
কারা বাদ গেলেন? কী বললেন জার্মান কোচ?
এদিকে আসন্ন ইউরোর দলে না থাকাদের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগা অবশ্য নাব্রি। ছন্দে থাকা বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চোটে পড়েন। চলতি মরশুমে তাঁর আর মাঠে নামা হবে না। নাব্রি ফিট থাকলে অবশ্যই ইউরোয় খেলতেন জানিয়ে জার্মানি কোচ। এদিকে হুমেলস ও গোরেৎসকাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন জার্মান কোচ। তিনি বলেন, ‘তাদের দুজনের সঙ্গেই আমার লম্বা আলাপ হয়েছে। ওরা দুজনই হতাশ, আর সেটা বোধগম্যও। দিন শেষে আমাকে দলের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। জাতীয় দলে থাকার জন্য সবই করেছে তারা। আমি বোঝানোর চেষ্টা করেছি. কী কারণে তাদের রাখা যাচ্ছে না।’ এঁরা না থাকলেও নাগলসমানের দলে আছেন ৩৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস।
আরও পড়ুন… T20 WC 2024-এর আগে NZ শিবিরে খুশির খবর! সুস্থ দল পাওয়ার কথা শোনালেন কিউয়ি কোচ গ্যারি স্টেড
এবারের ইউরোতে গ্রুপ পর্বে কাদের বিরুদ্ধে কবে খেলবে জার্মানি-
ইউরো শুরুর আগে ইউক্রেন ও গ্রীসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ১৪ জুন ইউরোর উদ্বোধনী দিনে জার্মানি খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ হাঙ্গেরি (১৯ জুন) ও সুইজারল্যান্ড (২৩ জুন)।
জার্মানির ইউরো ২০২৪-এর প্রাথমিক দল:
গোলকিপার: অলিভার বাউমান, ম্যানুয়েল নয়্যার, আলেক্সান্ডার নুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
ডিফেন্ডার: ভালদেমার অ্যান্টন, বেঞ্জামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথান টাহ।
মিডফিল্ডার: রবার্ট আনড্রিখ, ক্রিস ফুরিখ, পাসকাল গ্রো, ইকলায় গুনদোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেক্সান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান ভার্টজ।
ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বেইয়ের, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, টমাস মুলার ও ডেনিস উনদাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।