শুভব্রত মুখার্জি: পরপর দু'টো ইউরোর ফাইনালে উঠেও হারের সম্মুখীন হতে হয়েছে ইংল্যান্ড দলকে। ২০২০ সালে নিজেদের ঘরের মাঠ ওয়েম্বলিতে ফাইনালে উঠে ইংল্যান্ড দল পেনাল্টি শুট আউটে হেরেছিল ইতালির কাছে। আর এবার অর্থাৎ ২০২৪ সালের ইউরোতে জার্মানিতে ফাইনালে তাদের হারতে হয়েছে স্পেনের কাছে। এই দুই ফাইনালেই ইংল্যান্ডের হয়ে খেলেছেন তাদের অধিনায়ক হ্যারি কেন। পরপর দুটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হেরে গিয়ে মুষড়ে পড়েছে কার্যত গোটা ইংল্যান্ড শিবির। হ্যারি কেনও তার ব্যতিক্রম নন। স্পেনের কাছে ফাইনালে হারের পর তাঁর গলাতে শোনা গিয়েছে সেই যন্ত্রনা। হ্যারি কেনের স্পষ্ট স্বীকারোক্তি, এই হারের যন্ত্রনা দীর্ঘ দিন বয়ে বেড়াতে হবে।
আরও পড়ুন: জল্পনার অবসান, আন্তর্জাতিক ফুটবল থেকে সত্যিই অবসর নিলেন জার্মান তারকা মুলার
ফাইনাল ম্যাচে স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম একাদশে ছিলেন হ্যারি কেন। ইংল্যান্ড অধিনায়ক রবিবার প্রথম দেখেই খেলেছিলেন। যদিও ৬০ মিনিটের মাথায় তাঁকে পরিবর্তন করা হয়। আইটিভিকে ফাইনাল হারের প্রতিক্রিয়া দিয়েছেন কেন। তিনি বলেছেন, ‘এই হার, এই হারের হতাশা, হারের যন্ত্রনা কোনও কিছুই ভাষায় প্রকাশ করা যাবে না। এই মুহূর্তে আমি, আমার গোটা দল যে অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি, তা বলে বোঝানো সম্ভব নয়। ম্যাচে আমরা ফিরে এসে সমতা ফেরায়। বেশ ভালো খেলেই আমরা সমতা ফিরিয়েছি। কিন্তু সেই মোমেন্টাম আমরা ধরে রাখতে পারিনি। তা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারিনি।’
আরও পড়ুন: চোট পেয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন মেসি- ভিডিয়ো
ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। হাফ টাইমের সময়েই চোটের কারণে স্পেন রদ্রিকে তুলে নিতে বাধ্য হয়। বিরতির পরপরেই নিকো উইলিয়ামসের গোলে এগিয়ে যায় স্পেন। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ডের পায়ের তলা দিয়ে গোল করে যান তিনি। কোলে পার্মার দুরন্ত একটি শটে গোল করে সমতা ফেরান থ্রি লায়ন্সদের হয়ে। ম্যাচের যখন নির্ধারিত সময় শেষ হতে বাকি রয়েছে আর মাত্র চার মিনিট আগে মিকেল ওয়ারজাবাল গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: UEFA Euro 2024 Prize Money: সেরা প্লেয়ার হলেন রদ্রি, ট্রফি জিতে কত টাকা পেল স্পেন?
বিষয়টি নিয়ে বলতে গিয়ে কেন বলেন, ‘গোটা টুর্নামেন্টে একাধিক ম্যাচে আমরা পিছিয়ে পরেও ফিরে এসেছি। কামব্যাক করেছি। ফাইনালে একটা ক্রস আমরা ভালো ভাবে ক্লিয়ার করতে পারলাম না। আর তাতেই আমাদেরকে হারতে হল। একটা সুযোগ ছিল। একটা বিরাট সুযোগ ছিল ট্রফি জয়ের। এটা আমরা হারালাম। সুযোগ এলে তার সদ্ব্যবহার করতেই হবে। আমরা ফের একবার তা করতে পারলাম না। এটা খুব যন্ত্রনাদায়ক। এই হারটা দীর্ঘ দিন আমাদেরকে বেদনা দেবে। আমাদের বাড়ি ফিরে যাওয়ার পরে ঠান্ডা মাথায় ভাবতে হবে। তার পর এই বিষয়ে (কী ভাবে ভবিষ্যতে দলকে এগিয়ে নিয়ে যাবে) কী করব বা করব না, তা ভাবতে হবে। আমরা চেয়েছিলাম এই ট্রফিটা গ্যারেথ সাউথগেটের জন্য জিততে। এটা না হওয়ার ফলে আমরা প্রত্যেকেই হতাশ। অত্যন্ত যন্ত্রণায় ভুগছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।