শুভব্রত মুখার্জি: গত বারের ইউরোর রানার্স আপ দল ইংল্যান্ড। ইতিমধ্যেই গ্যারেথ সাউথগেটের ছেলেরা চলতি ইউরোর সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে ৫-৩ ফলে জিতে তাঁরা নিশ্চিত করেছেন সেমির টিকিট। পেনাল্টি শুট আউটে তাদের নায়ক হয়ে ওঠেন দলের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে খেলা ম্যানুয়েল আকাঞ্জির পেনাল্টি শটটি বাঁচিয়ে ইংল্যান্ডের ত্রাণকর্তা হয়ে যান জর্ডন পিকফোর্ড। ম্যাচ শেষে অবশ্য এই পেনাল্টি শট সেভের এক গোপন রহস্য ফাঁস করেছেন তিনি। জানিয়ে দিয়েছেন, এই জয়ের 'আসল' নায়ক তাঁর জলের বোতলটি।
আরও পড়ুন: ম্যাড়ম্যাড়ে ব্রাজিল, দশ জনের উরুগুয়েকেও হারাতে পারল না, টাইব্রেকারে স্বপ্নভঙ্গ সেলেকাওদের
ম্যাচ জয়ের পরে জর্ডন পিকফোর্ডকে ক্যামেরার সামনে তাঁর হাতের ভঙ্গিমায় তাঁর জল বোতলের সাইন দিতে দেখা যায়। পরে তিনি জানান যে জলের বোতলটি তিনি শুট আউটে ব্যবহার করছিলেন তাতে সুইজারল্যান্ডের প্রতিটি ফুটবলারের নাম ধরে ধরে তিনি কোন দিকে ঝাঁপাবেন তা লেখা ছিল। আর পেনাল্টি শুট আউটে সেটা করেই সাফল্য পেয়েছেন তিনি। পরবর্তীতে জর্ডন পিকফোর্ডের সেই বিখ্যাত জলের বোতলের একটি ছবি ভাইরাল হয়ছে। যেখানে দেখা গিয়েছে, আকাঞ্জির নামের পাশে লেখা বাঁদিকে ঝাঁপাও (ডাইভ লেফ্ট) । ম্যাচেও দেখা গিয়েছে আকাঞ্জির পেনাল্টি জর্ডন পিকফোর্ড বাঁদিকে ঝাঁপিয়ে পড়েই সেভ করেছেন। যা দেখে রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছেন ফুটবল প্রেমীরা।
জর্ডন পিকফোর্ডের ওই বোতলের গায়ে একটি লেভেল সাঁটা ছিল। যেখানে লেখা হেডিংয়ে ছিল 'সুইৎজারল্যান্ডস পেনাল্টি টেকার্স লিস্ট' অর্থাৎ সুইৎজারল্যান্ডের পেনাল্টি কিক মারতে যাওয়া ফুটবলারদের তালিকা। যেখানে এক একজনের নামের পাশে এক একরকম নির্দেশ ছিল। কোথাও লেখা ছিল 'ডাইভ লেফ্ট', কোথাও লেখা 'ফেইন্ট রাইট', 'সেট- রিঅ্যাক্ট'। ফলে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে টাইব্রেকারের সময় জলের বোতল নিয়ে করা পিকফোর্ডের কারসাজি এখন রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: পিছিয়ে পড়ার পর মান বাঁচালেন সাকা, সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে ইংল্যান্ড
বোতলের গায়ে আগেভাগেই প্রতিপক্ষ ফুটবলারদের নাম ও টাইব্রেকারে তাদের শট মারার ইতিহাস লেখা ছিল। কে কোন দিকে বেশি শট মেরে থাকেন সেই পরিসংখ্যান লিখে রেখেছিলেন জর্ডন পিকফোর্ড। ম্যাচ শেষে পিকফোর্ড বলেন, ‘মনে হয়েছিল আমার বোতলটাকে ভালো ভাবে লুকিয়ে রাখতে পেরেছিলাম। যদিও বাস্তবে তেমনটা হল না। আমি চেয়েছিলাম অন্তত একটা সেভ যাতে করতে পারি। সাধারণত পেনাল্টিতে যা করে থাকি। রেফারি আমাকে তেমনটা করতে দেননি এদিন । তাই নিজের ওপর ভরসা রেখেছি। আমার অস্ত্র প্রয়োগ করতে পেরে ভালো লাগছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।