বড় ধাক্কা খেতে চলেছে ফ্রান্স। ২০২৪ ইউরো কাপের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলি মিস করতে পারেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে। মেগা টুর্নামেন্টে ফ্রান্সের প্রথম ম্যাচেই অস্ট্রিয়ার বিপক্ষে নাকে গুরুতর চোট পান এমবাপে। তাঁর নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে দেখা গিয়েছে। যার জেরে তাঁকে মাঠও ছাড়তে হয়। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এমবাপের অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ফ্রান্সের টিম ম্যানেজমেন্ট আগামী ৪৮ ঘণ্টা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করে সেই মতো সিদ্ধান্ত নেবে।
এমবাপের চোটের হাল কী?
ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, নাকের হাড় ভেঙেছে এমবাপের। তবে এখনই সম্ভবত অস্ত্রোপচার করতে হচ্ছে না ফ্রান্সের অধিনায়ককে। ফেস মাস্ক পরে ইউরোর বাকি ম্যাচে হয়তো খেলতে দেখা যাবে এমবাপেকে। তবে শুক্রবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়া যাওয়ার সম্ভাবনা কম। এর পর আগামী মঙ্গলবার ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে ডর্টমুন্ডে পোল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।
অস্ত্রোপচার প্রয়োজন?
সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বিপক্ষের ডিফেন্ডার কেভিন ডান্সোর সঙ্গে সংঘর্ষে নাক ভাঙে এমবাপের। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ বলেছেন, ‘এখনই যদি অস্ত্রোপচার নাও করানো হয়, তা হলে প্রতিযোগিতা শেষ হলে করাতেই হবে। বুধবার এমবাপের আরও কিছু পরীক্ষা করা হবে। আগের থেকে কিছুটা ভালো আছে ও। প্রতি দিন পর্যবেক্ষণে থাকবে।’
মঙ্গলবার এফএফএফের সভাপতি ফিলিপ দিয়ালো এক সংবাদিক সম্মেলনে বলেন, ‘টুর্নামেন্টের বাকি পর্বে ওর অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। চিকিৎসকদের কাছ থেকে যে খবর পাওয়া গিয়েছে, তা আরও ইতিবাচক এবং সৌভাগ্যবশত ওর অস্ত্রোপচারের প্রয়োজন নেই। অস্ত্রোপচার করতে হলে, পুরো টুর্নামেন্ট থেকেই ও বাদ পড়ত।’
আরও পড়ুন: ১০ দিনের মধ্যে বকেয়া তিন কোটি মেটাতে হবে- আইনি হুমকি ভারতের সদ্য বরখাস্ত হওয়া কোচ স্টিম্যাচের
বিশেষ মাস্ক পরে খেলতে পারেন ফ্রান্সের অধিনায়ক
ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘ফ্রান্স দলের বেস ক্যাম্পে যোগ দিয়েছেন এমবাপে। সোমবার ডাসেলডর্ফে ফ্রান্স-অস্ট্রিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে নাকের হাড় ভাঙে এমবাপের। দলের মেডিক্যাল স্টাফ এবং ড. ফ্রাঙ্ক লি গল ফ্রান্সের অধিনায়কের প্রাথমিক চিকিৎসা করেন। আগামী দিনে ওঁর শুশ্রূষা চলবে। তবে এখনই কোনও অস্ত্রোপচার হবে না। ওঁর জন্য বিশেষ মাস্ক বানানো হবে। যাতে পরের ম্যাচগুলোতে সেটা পরে খেলতে পারেন।’
আরও পড়ুন: কাতারের বিতর্কিত গোল, পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিপূরণের দাবিতে ফিফার দ্বারস্থ AIFF
ফরাসি ফুটবল ফেডারেশনের বিবৃতির ঘণ্টাখানেক আগে একটি টুইট করেছিলেন এমবাপে। সেখানে তিনি লিখেছিলেন, ‘মাস্ক সম্পর্কে আপনাদের কোনও ধারণা আছে?’
এর থেকেই অনেকে মনে করছেন, ইউরো থেকে হয়তো পুরোপুরি ছিটকে যাচ্ছেন না ফ্রান্সের অধিনায়ক। তবে কবে খেলতে পারবেন, তা নিয়েও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।