প্রথম দল হিসাবে চার বার ইউরো কাপ জিতে ইতিহাসের পাতায় স্পেন। পাঁচে চার। গত পাঁচ ইউরোর মধ্যে চার বার চ্যাম্পিয়ন হয় স্পেন। টানা সাত ম্যাচ জিতে আরও একবার ইউরো কাপ জিতল স্পেন। রবিবার রাতে বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারালেন মোরাতারা।
ইউরো ফাইনালের সেরা নিকো উইলিয়ামস। অনবদ্য পারফরম্যান্স। সবচেয়ে বর্ষীয়ান অধিনায়ক হিসেবে ইউরো জয় আলভারো মোরাতার। ৩১ বছর ৮ মাসে এই নজির গড়লেন। এর আগে এই রেকর্ডটি ছিল ইগর ক্যাসিয়াসের। ৩১ বছর ১ মাসে জিতেছিলেন তিনি। এদিন তাঁকে ছাপিয়ে গেলেন মোরাতা। ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল স্পেন। আরও দীর্ঘায়িত হল ইংল্যান্ডের ৫৮ বছরের অপেক্ষা। ১৯৬৬ সালের পর কোনও আন্তর্জাতিক ট্রফি নেই থ্রি লায়ন্সদের। এদিনও রানার্স তকমা নিয়েই থামতে হল। আগের বার ইতালি, এবার স্পেনের কাছে ইউরোর ফাইনালে হার। তবে এদিন যোগ্য দল হিসাবেই চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
আরও পড়ুন: চোট পেয়ে ৬৬ মিনিটে মাঠ ছাড়তে হওয়ায় কান্নায় ভেঙে পড়লেন মেসি- ভিডিয়ো
এখন জেনে নেওয়া যাক, ইউরোতে পুরস্কারের খতিয়ান:
মজার বিষয় হল, ছয় জন খেলোয়াড় এবার ইউরো ২০২৪-এ তিনটি করে গোল করার জন্য গোল্ডেন বুটের পুরস্কার ভাগ করে নিয়েছেন। গোলের জন্য সবচেয়ে বেশি সহযোগীতা করেছেন ইয়ামাল। তবে তিনি শুধুমাত্র একটি গোলই করেছেন। ফ্রান্সের গোলরক্ষক মাইক ম্যাগনান সবচেয়ে বেশি ক্লিনশিট রেখেছেন। কারণ তিনি ইউরোতে চারটি ম্যাচে একটিও গোল খাননি।
ইউরো ২০২৪: স্পেন এবং ইংল্যান্ডের পুরস্কার মূল্য
চ্যাম্পিয়ন হয়ে স্পেন ২৮.২৫ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় আনুমানিক ২৫৬.৮৪ কোটি টাকা) পুরস্কারমূল্য পেয়েছে।
এদিকে ইংল্যান্ড রানার্স আপ হওয়ার জন্য ২৪.২৫ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ২২০.৪৮ কোটি টাকা) জিতেছে।
আরও পড়ুন: সরে দাঁড়াচ্ছেন সাউথগেট? ইউরোর ফাইনালে স্পেনের কাছে হারের পর ইংরেজ কোচের কথায় তেমনই জল্পনা
পুরস্কার বিজয়ীদের তালিকা এবং মূল পরিসংখ্যান:
ফাইনালে ম্যাচের সেরা: নিকো উইলিয়ামস (স্পেন)
টুর্নামেন্টের তরুণ খেলোয়াড়: লামিন ইয়ামাল (স্পেন)
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: রদ্রি (স্পেন)
গোল্ডেন বুট বিজয়ী: কোডি গাকপো (নেদারল্যান্ডস), হ্যারি কেন (ইংল্যান্ড), দানি ওলমো (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি), ইভান শ্রানজ (স্লোভাকিয়া) এবং গোয়ের্জেস মিকাউতাদজে (জর্জিয়া)- এঁরা প্রত্যেকেই তিনটি করে গোল করেছেন।
শীর্ষ সহায়ক: লামিন ইয়ামাল (স্পেন) - ৪
সর্বাধিক ক্লিন শিট: মাইক ম্যাগনান (ফ্রান্স) - ৪
আরও পড়ুন: সুয়ারেজের জন্য ইতিহাস লেখা হল না কানাডার, টাইব্রেকারে জিতে কোপায় তৃতীয় উরুগুয়ে
বাকি পুরস্কারমূল্য:
অংশগ্রহণের ফি- ৯.২৫ মিলিয়ন ইউরো
গ্রুপ পর্বে জয়- ১ মিলিয়ন ইউরো
গ্রুপ স্টেজ ড্র- ৫ লাখ ইউরো
রাউন্ড অফ ১৬ কোয়ালিফিকেশন- ১.৫ মিলিয়ন ইউরো
কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন- ২.৫ মিলিয়ন ইউরো
সেমিফাইনাল যোগ্যতা অর্দন- ৪ মিলিয়ন ইউরো
রানার্স আপ- ৫ মিলিয়ন ইউরো
বিজয়ী দল- ৮ মিলিয়ন ইউরো
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।