বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > UEFA Euro 2024: জর্জিয়াকে হারিয়ে শেষ আটে জার্মানির মুখোমুখি স্পেন, শুক্রতেই ছিটকে যাবে এক ফেভারিট টিম

UEFA Euro 2024: জর্জিয়াকে হারিয়ে শেষ আটে জার্মানির মুখোমুখি স্পেন, শুক্রতেই ছিটকে যাবে এক ফেভারিট টিম

জর্জিয়াকে হারিয়ে শেষ আটে জার্মানির মুখোমুখি স্পেন, শুক্রতেই ছিটকে যাবে এক ফেভারিট টিম। ছবি: রয়টার্স

Spain vs Germany, UEFA European Championship 2024: রবিবার কোলোনে এক গোলে পিছিয়ে পড়েছিল স্পেন। কিন্তু এক পরেই দুরন্ত প্রত্যাবর্তন করে জর্জিয়াকে চার গোল দেয় তারা। যদিও পাঁচটি গোলই স্পেনেরই করা। কারণ জর্জিয়ার গোলটি আত্মঘাতী। যাইহোক কোয়ার্টার ফাইনালে স্পেন মুখোমুখি হবে জার্মানির।

ইউরোর কোয়ার্টার ফাইনালেই বড় ধাক্কা খাবে ফুটবল প্রেমীরা। একটি বড় টিমের অভিযান শেষ হয়ে যাবে শুক্রবারেই (৫ জুলাই)। কারণ ইউরোর শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে জার্মানি এবং স্পেন। নক আউট পর্বে একটি দল খুব স্বাভাবিক ভাবেই ছিটকে যাবে। এতে নিঃসন্দেহে হৃদয় ভাঙবে ফুটবল প্রেমীদের।

ভারতীয় সময়ে রবিবার গভীর রাতে জর্জিয়াকে ৪-১ হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে তিন বারের ইউরো এবং এক বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের ইউরোতেও শিরোপা জয়ের বড় দাবিদারও তারা। তবে সূচি অনুযায়ী স্পেন বা জার্মানি একটি দলের অভিযান শেষ হবে ৫ জুলাই।

রবিবার কোলোনে এক গোলে পিছিয়ে পড়েছিল স্পেন। কিন্তু এক পরেই দুরন্ত প্রত্যাবর্তন করে জর্জিয়াকে চার গোল দেয় তারা। যদিও পাঁচটি গোলই স্পেনেরই করা। কারণ জর্জিয়ার গোলটি আত্মঘাতী।

যাইহোক স্পেনের কাছে গোহারান হারলেও, জর্জিয়া কিন্তু এবার বড় চমক দিয়েছে ইউরোতে। প্রথম বারের মতো ইউরো খেলতে নেমেই শেষ ষোলোতে উঠে যাওয়া একটা বড় চমক ছাড়া আর কী হতে পারে। ২০১৭ সালেই যে দলটি ফিফা ক্রমতালিকায় ১০৪ নম্বরে ছিল, যে সময়ে ভারত ফিফা ক্রমতালিকায় ছিল ১০৫ নম্বরে, সেই দলটির ৭ বছরের মধ্যে এমন উত্থান সত্যিই অবাক করার মতো ঘটনাই বটে।

আরও পড়ুন: কেনের গোলে হার বাঁচল, বেলিংহ্যাম স্বস্তি দিলেন, শেষ আটে ইংল্যান্ড, দুরন্ত লড়েও স্বপ্নভঙ্গ স্লোভাকিয়ার

চলতি ইউরোতে স্পেন অবশ্য দুরন্ত ফুটবল খেলছে। চিরাচরিত তিকিতাকা থেকে সরে গিয়ে, প্রথম ম্যাচ থেকেই তাদের গতিময় দৃষ্টিনন্দন ফুটবল দেখে মুগ্ধ বিশ্ব ফুটবল। তার ফলও পাচ্ছে হাতেনাতে। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে শুরুতে এগিয়ে গিয়ে চমক দিয়েছিল জর্জিয়া। সকলকে চমকে দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর‌ পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোয় উঠেছিল জর্জিয়া। তবে পর্তুগাল আর স্পেনের মধ্যে যে আকাশ-পাতাল তফাৎ। গোটা ম্যাচেই খেলার রাশ ছিল স্পেনের হাতেই। জর্জিয়ার গোলকিপার জিয়োর্জি মামাদাশভিলি বেশ কিছু ভালো সেভ না করলে, গোলের ব্যবধান নিঃসন্দেহে আরও বাড়ত। হ্যাটট্রিক করতে পারতেন লামিনে জামাল।

আরও পড়ুন: গোল বাতিল, বৃষ্টি-বজ্রপাতে খেলা বন্ধ, সব কিছু ছাপিয়ে ২-০ জিতে শেষ আটে জার্মানি, বিদায় নিল ডেনমার্ক

ম্যাচের প্রথম দিকেই সুযোগ পেয়ে গিয়েছিলেন আলভারো মোরাতা এবং ফ্যাবিয়ান রুইজ। কিন্তু জর্জিয়ার রক্ষণ গোলের মুখ খুলতে দিচ্ছিল না স্পেনকে। ম্যাচের ৫ মিনিটে স্পেনের প্রথম সুযোগ। পেদ্রির শট বাঁচান জর্জিয়ার কিপার। এর ঠিক পরেই ৬ মিনিটেই কর্নার থেকে দানি কার্ভাহালের শট ফের বাঁচিয়ে দেন মামাদাশভিলি। জর্জিয়াও কিন্তু লড়াকু মানসিকতাই দেখিয়েছে। তারা সুযোগ পেলেই প্রতি আক্রমণে উঠে অস্বস্তি বাড়াচ্ছিল স্প্যানিশ আর্মাডাদের। আর সেটা করতে গিয়েই ১-০ এগিয়ে যায় তারা। হোক না আত্মঘাতী। এতে জর্জিয়ার প্রচেষ্টাকে কোনও ভাবেই ছোট করা যাবে না। ১৮ মিনিটের মাথায় ডান দিকে বল পান খাভিচা কাভারৎস্কেলিয়া। তিনি বক্সে বল ভাসিয়েছিলেন। স্পেনের দুই ডিফেন্ডারকে এড়িয়ে তা যাচ্ছিল জর্জিয়ারই এক খেলোয়াড়ের কাছে। তার আগেই এগিয়ে এসে স্পেনের রবিন লে নরম্যান্দে আটকাতে যান। বল তাঁর পেটে লেগে নিজেদের গোলেই ঢুকে যায়। গোলকিপার উনাই সিমনের কিছু করার ছিল না।

আরও পড়ুন: ইউরোতে অঘটন, ইতালিকে ছিটকে দিয়ে ইতিহাস সুইৎজারল্যান্ডের, পৌঁছে গেল কোয়ার্টারে

পিছিয়ে পড়ার পর আক্রমণের ঝাঁজ বাড়ায় স্পেন। ২১ মিনিটে রুইজের নিশ্চিত গোল বাঁচান বিপক্ষের কিপার। স্পেনের আধিপত্য থাকলেও কাউন্টার অ্যাটাকে বেশ কয়েক বার তাঁদের বিপাকে ফেলে জর্জিয়া। ৩৫ মিনিটে কুকুরেল্লার শট বাঁচান জর্জিয়ার কিপার। কিন্তু বেশিক্ষণ দুর্গ অক্ষত রাখতে পারেননি তারা। ম্যাচের ৩৯ মিনিটে ১-১ করে স্পেন। নিকো উইলিয়ামসের থেকে বল পেয়ে বক্সের ঠিক মাথা থেকে বাঁ পায়ের নিখুঁত প্লেসিংয়ে গোলে রাখেন রদ্রি। বিরতির আগে স্বস্তি ফেরে স্প্যানিশ শিবিরে। তবে জর্জিয়ার গোলকিপারের আলাদা করে প্রশংসা করতেই হবে।‌ তাঁর জন্যই প্রথমার্ধের শেষে স্কোরলাইন ১-১।

দ্বিতীয়ার্ধেও পুরোটাই স্পেনের দাপট। তবে হাফ টাইমের পরপরই আবার এগিয়ে যাওয়ায় সুযোগ পেয়েছিল জর্জিয়া। ম্যাচের ৪৮ মিনিটে বিপক্ষের কিপার সাইমন গোল ছেড়ে বেরিয়ে আসায় সুযোগ তৈরি হয়। কিন্তু বাইরে মারেন ভারাসখেলিয়া। এর পর অবশ্য বেশি সুযোগ পায়নি জর্জিয়া। ম্যাচের ৫১ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় স্পেন। বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েছিল স্পেন। লেমিনে ইয়ামালের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন মামাদাশভিলি। সেই বল ঘুরে আসে ইয়ামালের পায়ে। এ বার তাঁর নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন রুইজ।

পিছিয়ে পড়ার পর পুরোপুরি ব্যাকফুটে চলে যায় জর্জিয়া। যার সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৭৫ মিনিটে ৩-১ করে স্পেন। রুইজের পাস থেকে বল পান নিকো উইলিয়ামস। গতি বাড়িয়ে বাঁ দিক ধরে বক্সে ঢুকে পড়েন। তারপর টপ নেট ফিনিশ। ম্যাচের ৮৩ মিনিটে স্পেনের হয়ে চার নম্বর গোলটি করেন দানি ওলমো। নিজেদের অর্ধে বল ক্লিয়ার করতে পারেননি জর্জিয়ার ডিফেন্ডারেরা। সেই বল ঠিক বক্সের বাইরে গিয়ে পড়ে দানি ওলমোর পায়ে। নীচু শটে গোল করেন স্পেনের ফুটবলার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন বিকিনিতে বিদেশিনী, বাবার কোলে থাকা খুদে হাঁ! ২বার বিয়ে ভাঙা নায়ককে চিলেন? পুজোয় ত্বকের পাশাপাশি যত্ন নিন নাভিরও, কেন জরুরি এটি ? জানুন উপকারিতা রক্তক্ষয় এড়াতে আজও জঙ্গলমহলের এই গুহার ভিতরে চলে মায়ের আরাধনা, থাকে বিশেষ রীতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.