বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Euro Final 2020: ‘এই পরাজয়ের ক্ষত আজীবন থেকে যাবে’, খেতাব খুইয়ে হাহুতাশ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের

Euro Final 2020: ‘এই পরাজয়ের ক্ষত আজীবন থেকে যাবে’, খেতাব খুইয়ে হাহুতাশ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের

হতাশ ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ছবি- রয়টার্স। (Pool via REUTERS)

পেনাল্টিতে ৩-২ ব্যবধানে ফাইনাল ম্যাচ জিতে নেয় ইতালি।

ম্যাচের দুই মিনিটের মধ্যে এক গোলে এগিয়ে গেলেও ১২০ মিনিট ও পাঁচটি পেনাল্টির পর ইউরোর ফাইনালে পরাজিত হয়েছে ইংল্যান্ড। দেশের সমর্থকদের সামনে প্রথবার ইউরো জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তবে পরাজয় সত্ত্বেও গোটা টুর্নামেন্টে দলের ইতিবাচক দিকগুলির দিকে তাকিয়ে নিজেদের পারফরম্যান্সে গর্বিত ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। 

ম্যাচের পর BBC One-কে দেওয়া সাক্ষাৎকারে কেন বলেন, ‘আমি ও দলের সকল সদস্যই নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি। পেনাল্টিতে ম্যাচ হারার থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আজকের রাতটা আমাদের ছিলনা। তবে গোটা টুর্নামেন্ট আমাদের সফরটা দুর্দান্ত কেটেছে। আমাদের নিজেদের পারপফরম্যানসে গর্বিত হওয়া উচিত।’

তবে ফাইনালে খেতাব হারানোর কষ্ট যে দলের ফুটবলারদের আজীবন বয়ে বেড়াতে সেকথাও স্বীকার করে নিয়েছেন কেন। ‘অবশ্যই এটা খুব বেদনাদায়ক। তবে পরাজয় সত্ত্বেও আমরা সঠিক দিকেই এগোচ্ছি বলে আমি মনে করি। আশা করছি আমরা পরের বছর (বিশ্বকাপে) এর থেকে শিক্ষা নিয়ে এগোব। দলগতভাবে আমাদের নিজের নিজের কৃতিত্বে গর্বিত হওয়াই উচিত। আমাদের গোটা কেরিয়ারেই এই ক্ষত বয়ে বেড়াতে হবে। তবে এটাই ফুটবল। আমরা রাশিয়া (২০১৮ বিশ্বকাপ) থেকে শিক্ষা নিয়ে এই টুর্নামেন্টে এগিয়েছি এবং ভবিষ্যতে এই ধারাই অব্যাহত রাখা দরকার।’ দাবি কেনের।

বন্ধ করুন