বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ২০২৮ থেকেই ৩২ দেশের Euro কাপ করার ভাবনা উয়েফার

২০২৮ থেকেই ৩২ দেশের Euro কাপ করার ভাবনা উয়েফার

২০২৮ থেকেই ৩২ দেশের ইউরো কাপ।

২০১৬ সালেই ইউরোতে ১৬ দল থেকে বাড়িয়ে ২৪ দলের প্রতিযোগিতায় পরিণত হয়েছে ইউরো। এবার ৫৫ সদস্যের উয়েফা ২০২৮ সালের টুর্নামেন্ট ৩২ দেশের করার বিষয়ে তারা ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে উয়েফা।

শুভব্রত মুখার্জি

ইউরো কাপ ২০২০ প্রায় শেষ লগ্নে। ইতালি বনাম ইংল্যান্ড ফাইনাল ম্যাচ দিয়ে যবনিকা পতন ঘটবে এবারের প্রতিযোগিতার। করোনা আবহে অত্যন্ত সাফল্যের সাথে আয়োজন করেছে উয়েফা। আর প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই পরবর্তী প্রতিযোগিতা নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন উয়েফার কর্তা ব্যক্তিরা।

২০১৬ সালেই ইউরোতে ১৬ দল থেকে বাড়িয়ে ২৪ দলের প্রতিযোগিতায় পরিণত হয়েছে ইউরো। এবার ৫৫ সদস্যের উয়েফা ২০২৮ সালের টুর্নামেন্ট ৩২ দেশের করার বিষয়ে তারা ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে উয়েফা। ইতিমধ্যেই পরবর্তী টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে উয়েফা হোস্ট দেশ বাছার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ২০২৩ সালের মধ্যেই এই বিডিং প্রক্রিয়া শেষ হয়ে যাবে।

২০২৮ সালে আর ও ৮টি দেশ যোগ হলে উয়েফা ইউরো যে বহরে বাড়বে তা বলাই বাহুল্য। এর ফলে আর ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে উয়েফার একথা অস্বীকার করার জায়গা নেই। এর ফলে কার্যত ইউরোপীয় ফুটবলের শক্তিধর দেশগুলোর ইউরোতে কোয়ালিফাই করাটা বকলমে নিশ্চিত হয়ে যাবে। এর ফলে বেশ কিছু তথাকথিত দুর্বল ইউরোপীয় ফুটবল খেলিয়ে দেশের সামনেও ইউরো খেলার দরজাটা খুলে যাবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.