বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > UEFA Nations League: মেসির ৫ গোলের রাতে জোড়া গোলে পর্তুগালকে জেতালেন রোনাল্ডো, ফের ড্র করল স্পেন

UEFA Nations League: মেসির ৫ গোলের রাতে জোড়া গোলে পর্তুগালকে জেতালেন রোনাল্ডো, ফের ড্র করল স্পেন

গোলের পর রোনাল্ডোকে ঘিরে পর্তুগাল সতীর্থদের উল্লাস। ছবি- এপি। (AP)

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে স্পেনের হয়ে গোল করে ইতিহাস গড়েন গাভি।

লিওনেল মেসির পাঁচ গোল করার রাতেই তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও দেশের হয়ে জ্বলে উঠলেন। উয়েফা নেশনস লিগের ম্যাচে পর্তুগার্লের হয়ে জোড়া গোল করে সুইজারল্যান্ডের বিরুদ্ধে দলকে জয় এনে দিলেন। অপরদিকে, একই গ্রুপের ম্যাচে স্পেনের হয়ে গাভি ইতিহাস তৈরি করেও দলকে জেতাতে পারলেন না।

স্পেনের বিরুদ্ধে গত ম্যাচে প্রথম একাদশে ছিলেন না রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে নেমেও দলকে জেতাতে পারেননি। তাই এই ম্যাচে স্বাভাবিকভাবেই বাড়তি উদ্যম নিয়ে মাঠে নেমেছিলেন ‘সিআর৭’। আর মাঠে নেমেই দারুণ ছন্দে দেখাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড স্ট্রাইকারকে। ১৫ মিনিটে তিনি প্রথমে সতীর্থ উইলিয়াম কার্ভালহোর জন্য গোলসূচক পাসটি বাড়ান। এরপর ৩৫ ও ৩৯ মিনিটে দুইটি গোলে করেন। ৬৮ মিনিটে জাও ক্যান্সোলো পর্তুগালের হয়ে চতুর্থ গোলটি করে সুইজারল্যান্ডকে শেষ আঘাত দেন। রোনাল্ডো যদিও আরও একবার বল জালে জড়িয়েছিলেন বটে, তবে অফসাইডে তা বাতিল হয়।

আরও পড়ুন:- পাঁচে ৫-ইতিহাসে মেসি, পেলেকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার নজিরও দখল করলেন

অপরদিকে, গত ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে ড্র করার পর, চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধেও স্পেন কোনওরকমে ড্র করল। ম্যাচের মাত্র চার মিনিটে স্পেন রক্ষণে বোঝাপড়ার মারাত্মকভুলে পেশেক গোল করে চেকদের এগিয়ে দেন। অফসাইড ফাঁদ ফেলতে গিয়ে ব্যর্থ হয় স্পেন। গোটা প্রথমার্ধে বল দখলে অনেকটা এগিয়ে থাকলেও স্পেনের পার্সিং ফুটবল কার্যত অত্যন্ত মন্থর এবং অকার্যকরী ছিল। তবে স্পেনের হয়ে তরুণ গাভি আবারও নজর কাড়েন। প্রথমার্ধের ইনজুরি টাইমে এক চোখ ধাঁধানো ফিনিশে তিনিই স্পেনকে ম্যাচে ফেরান। এই গোল করে গাভি স্পেনের সর্বকালের সর্বকণিষ্ঠ আন্তর্জাতিক গোলদাতা (১৭ বছর ৩০৪ দিন) হয়ে যান। সতীর্থ আনসু ফাতির (১৭ বছর ৩১১ দিন) রেকর্ড ভাঙেন তিনি।

স্পেনকে ম্যাচে সমতায় ফিরিয়ে গাভির উচ্ছ্বাস। ছবি- রয়টার্স। 
স্পেনকে ম্যাচে সমতায় ফিরিয়ে গাভির উচ্ছ্বাস। ছবি- রয়টার্স।  (REUTERS)

আরও পড়ুন:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে হারিয়ে ৬৪ বছর পর ফুটবল বিশ্বকাপের মূলপর্বে গ্যারেথ বেলরা

দ্বিতীয়ার্ধের শুরুতে স্পেন কিছু বদল করায় খেলার গতি এবং পাসের তীক্ষ্ণতা দুইই বাড়ে। মাঠে নেমেই মার্কো আসেন্সিও পোস্টে বল মারেন। তবে কার্যত প্রথম গোলের কার্বন কপি মতো রক্ষণের ভুলে প্রচুর জায়গা পেয়ে গোলকিপারকে ওয়ান ইজ জু ওয়ানে পেয়ে লব করে চেককে ফের ম্যাচে এগিয়ে দেন কুপ্টা। কয়েক মুহূর্ত আগেই তিনি এমন এক সুযোগ হাতছাড়া করেছিলেন যদিও। স্পেন গোলের প্রয়াশে মরিয়া হয়ে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ফেরান তোরেসের হেডার পোস্টে লাগে। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে এক জোরালো হেডারে স্পেনকে সমতায় ফেরান ইনিগো মার্টিনেজ। ম্যাচ ২-২ স্কোরেই শেষ হয়। এই রাউন্ডের পর চার পয়েন্ট নিয়ে নেশনস লিগের গ্রুপ ‘বি’-এ গোলপার্থক্যে পর্তুগাল এক ও চেক দুইয়ে রয়েছে। স্পিন দুই পয়েন্ট নিয়ে তৃতীয় ও সুইজারল্যান্ড শেষ।

  • EPL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now
  • ISL ২০২৩-২৪

    পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সূচি, দলে কে এল, কোন প্লেয়ারের ওপর সবার নজর, জানুন সব খবর

    Explore Now

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.