কোপা আমেরিকায় আর ইতিহাস লেখা হল না কানাডার। লুইস সুয়ারেজের সৌজন্যেই হারের মুখ থেকে বাঁচল উরুগুয়ে। নির্ধারিত সময়ের খেলা ২-২ ফলে শেষ হওয়ার পর, টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে কোপার তৃতীয় স্থানে শেষ করল উরুগুয়ে।
আরও পড়ুন: গোল করলেন আলভারেজ, মেসি, কানাডার বিরুদ্ধে দাপুটে জয়ে টানা দ্বিতীয় বার কোপার ফাইনালে আর্জেন্তিনা
তবে কানাডার জন্য এদিন রঙিন মঞ্চ কার্যত প্রস্তুত ছিল। ২-১ তখন এগিয়ে তারা। অপেক্ষা ছিল শুধু শেষ বাঁশি বাজার। কিন্তু কানাডার সব সেলিব্রেশনে এক ফোঁটা চোনা ফেলে দিলেন সুয়ারেজ। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোলশোধ করে ম্যাচের রং-ই বদলে দিলেন তিনি। এই গোলের হাত ধরে প্রায় হারতে বসা ম্যাচ সুয়ারেজ নিয়ে গেলেন টাইব্রেকারে। ভাগ্য পরীক্ষার সেই লড়াইয়ে অবশ্য পিছিয়ে পড়ল অনভিজ্ঞতা। টাইব্রেকারের চাপটাই নিতে পারল না কানাডার ফুটবলাররা। ইসমাইল কোনে এবং আলফোন্সো ডেভিস পেনাল্টি মিস করে বসেন। এদিকে উরুগুয়ে কোনও পেনাল্টি মিস না করে ম্যাচ জিতে নেয়।
এদিন ম্যাচের শুরুটা বেশ ভালোই করেছিল উরুগুয়ে। আক্রমণাত্মক মেজাজে ছিল তারা। যার ফলও হাতেনাতে পায়। ম্যাচের ৮ মিনিটের মাথায় উরুগুয়েকে এগিয়ে দেন রদ্রিগো বেন্তাঙ্কুর। কিন্তু কানাডাও হাল ছাড়ার পাত্র নয়। টুর্নামেন্টের শুরু থেকেই তারা লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। এদিনও পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। বরং ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন করে কানাডা। ম্যাচের ২২ মিনিটে সমতা ফেরান ইসমাইল কোনে। বল দখল থেকে আক্রমণ কিংবা সুযোগ তৈরিতে উরুগুয়ের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে খেলেছে কানাডা। তবে হারানোর তেমন কিছু না থাকায় দুই দলই এদিন আক্রমণাত্মক খেলার চেষ্টার করেছে এবং সুযোগও তৈরি করেছে। তবে প্রথমার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি।
আরও পড়ুন: ম্যাড়ম্যাড়ে ব্রাজিল, দশ জনের উরুগুয়েকেও হারাতে পারল না, টাইব্রেকারে স্বপ্নভঙ্গ সেলেকাওদের
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আগ্রাসী হয়ে ওঠে উরুগুয়ে। তবু কানাডার রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টে খেলার গতির কিছুটা বিপরীতেই ৮০ মিনিটে কানাডাকে এগিয়ে দেন জোনাথন ডেভিড। ম্যাচে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়ে যান সুয়ারেজরা। এদিকে ইতিহাস গড়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল কানাডা। ইনজুরি টাইমের খেলা যখন চলছিল, তখন গ্যালারি জুড়ে কানাডার ভক্তরা উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন। কিন্তু তাদের সেই উচ্ছ্বাস যন্ত্রণায় বদলে দেন সুয়ারেজ। ইনজুরি টাইমে তাঁর গোলেই স্বপ্নভঙ্গ হয় কানাডার। এর পর টাইব্রেকারে হেরে বসে কানাডা। সুয়ারেজের সৌজন্যেই মানরক্ষা হয় উরুগুয়ের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।