কোপা আমেরিকা থেকে ছিটকে গেল আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এবারের কোপা আয়োজিত হয়েছিল লন্ডন ডনোভান, ক্লিন্ট ডেম্পসিদের দেশে। আশা করা হয়েছিল দেশের মাটিতে ভালোই ফুটবল উপহার দেবেন মার্কিন ফুটবলাররা। কিন্তু কোথায় কি? গ্রুপ স্টেজ থেকেই বিদায় নিল ক্রিশ্চিয়ান পুলিসিচদের দল। পরের রাউন্ডে উঠতে গেলে গ্রুপ স্টেজের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে মত মার্কিনদের। কিন্তু জেতা তো হলই না, বরং ০-১ হেরে মাঠ ছাড়তে হল ক্রিশ্চিয়ান পুলিসিচের দলকে। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ভিলেন হয়ে উঠলেন রেফারি কেভিন অর্টেগা। ম্যাচে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। খেলায় এতটাই অশান্ত হয় যে ফুটবলারের সঙ্গে হাত মেলাতে চাননি রেফারি। এরই মধ্যে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে গেল উরুগুয়ে এবং পানামা।
আরও পড়ুন-লিগের উদ্বোধনে নেই মোহনবাগানের পতাকা,রেগে ফায়ার বাগান সচিব! সাফাই দিয়ে দায় ঝাড়ল আইএফএ
গত সপ্তাহে পানামার বিপক্ষে দেশের মাটিতে ২-১ গোলে হেরে গেছিল টাইলর অ্যাডাম, ইউনুস মুসাদের মার্কিন যুক্তরাষ্ট্র দল। ফলে এই ম্যাচ তাঁদের কাছে ছিল মাস্ট উইন, একই সঙ্গে পানামা দল যত গোলে জিততে সেই অনুযায়ী নিজেদের ব্যবধান বাড়াতে হত মার্কিনদের। কিন্তু রেফারি কেভিন অর্টাগের একাধিক বিতর্কিত সিদ্ধান্তই কাল হল মার্কিনদের। ৬৬ মিনিটে উরুগুয়েকে ম্যাথিয়াস অলিভিয়েরা এগিয়ে দিলেও ভার প্রযুক্তিতে স্পষ্ট দেখা যায়, তিনি তখন অফসাইডে ছিলেন। যদিও রেফারি তা দেখেও ন্যায্য গোল হিসেবে আখ্যা দেন। তাতেই শুরু হয় বিতর্ক। এছাড়াও উরুগুয়েকে বেশ কয়েকটি ফাউলের ক্ষেত্রেও অ্যাডভান্টেজ দিয়েছে রেফারি, অভিযোগ তোলে মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন-জিতিয়েছেন আইএসএল শিল্ড! তবু মোহনবাগানের বাতিলের তালিকায় বুড়ো কাউকো, হেক্টর
কি নিয়ে বিতর্কে সূত্রপাত?
৬৬ মিনিটে ফ্রি কিক থেকে আসা রিবাউন্ড বলে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন অলিভিয়েরা। এরপর দীর্ঘক্ষণ ভার প্রযুক্তির সহায়তা নেওয়ার পর বৈধ গোল আখ্যা দিতেই ক্ষোভে ফেটে পড়েন মার্কিন ফুটবলাররা। রেফারিকে মার্কিন স্ট্রাইকার ক্রিশ্চিয়ান পুলিসিচ বলেন উরুগুয়ে দলের সঙ্গে গোল উদজাপন করার জন্য। হাইভোল্টেজ ম্যাচকে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের জেরে নষ্ট করে দেন রেফারি তা স্পষ্ট। কোপা আমেরিকা প্রতিযোগিতায় সৎতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে ফুটবল বিশেষজ্ঞরা। কারণ ভারকে বুড়ো আঙুল দেখিয়ে এমন সিদ্ধান্ত আদৌ সঠিক নাকি এর সঙ্গে জড়িয়ে রয়েছে অন্য কোনও রহস্য, তারও প্রশ্ন উঠেছে। এরপর ম্যাচ শেষে রেফারিদের সঙ্গে মার্কিন তারকা পুলিসিচ হাত মেলাতে গেলেও রেফারি কেভিন অর্টেগা তাঁর সঙ্গে হাত মেলাতে চাননি।
আরও পড়ুন-জল্পনার অবসান! মোহনবাগান নয়, মুম্বইতেই আরও তিন বছর থাকছেন ছাংতে...
তিন ম্যাচ থেকে ৩ পয়েন্ট পাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেল পানামা। গ্রুপ টপার হয়ে নকআউটে গেল উরুগুয়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।