২০০২ সাল থেকে মার্কিন দল কখনও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। আবারও একই ছবি দেখল বিশ্ব ফুটবল। ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে রানার্সআপ দল নেদারল্যান্ডস এদিন ৩-১ গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল।
খেলা শেষ… ৩-১ জিতল নেদারল্যান্ড
USA-কে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ড প্রথম দল হিসাবে শেষ আটে জায়গা পাকা করল।
৯০ মিনিটের খেলা শেষ
৯০ মিনিটের খেলা শেষ, ৬ মিনিটের অতিরিক্ত সময়ের খেলা চলছে, এই মুহূর্তে ৩-১ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ড।
গোলল আবার এগিয়ে গেল নেদারল্যান্ডস
ম্যাচের ৮১ মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে নেয় নেদারল্যান্ডস। এবার ডেনজেল ডামফ্রিজের গোলে ৩-১ করে ডাচরা। এর আগে নেদারল্যান্ডসের দুটি গোলে অ্যাসিস্ট করেছিলেন ডামফ্রিজ। তবে এবার গোল কর
গোলললল
ম্যাচের ৭৬ মিনিটে হাজি রাইটসের গোলে ব্যবধান কমাল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার খেলা অনেকটা খুলে গেল। এবার সমতায় ফেরার চেষ্টা করবে USA. কিন্তু
টার্নারের ডবল সেভ
ম্যাচের ৭১ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টার্নার ব্যাক টু ব্যাক ডবল সেভ দিলেন। নিশ্চিত গোল সেভ দিলেন ম্যাট টার্নার।
৬০ মিনিটের খেলা শেষ
এক ঘন্টার খেলা শেষ হয়ে গেল। ২-০ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। সমতায় ফেরার চেষ্টা চালাচ্ছে মার্কিন যু্ক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা দিতে চাইছে USA, কিন্তু জমি ছাড়ছে না নেদারল্যান্ডস।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে প্রস্তুত USA, তারা প্রতিআক্রমণের খেলা শুরু করেছে।
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধে ২-০ এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। এখন দেখার আসন্ন বাকি ৪৫ মিনিটে খেলার গতি কোন দিকে যায়।
আবার গোল….
ম্যাচের ৪৫ মিনিট শেষ, এক মিনিটের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়িয়ে নিল নেদারল্যান্ড। ডেলি ব্লিন্ডের গোলে ২-০ করল ডাচরা।
৪৫ মিনিটের খেলা শেষ
৪৫ মিনিটের খেলা শেষ, এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। এখনও পর্যন্ত বল পজিশনে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৭ শতাংশ বল দখল রেখেছে নেদারল্যান্ডস, USA -এর দখলে রয়েছে ৬৩ শতাংশ।
৩০ মিনিটের খেলা শেষ
৩০ মিনিটের খেলা শেষ, এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। প্রথমে USA আক্রমণ শুরু করলেও পরের দিকে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে শুরু করেছে নেদারল্যান্ডস। তবে এখনও পর্যন্ত বল পজিশনে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৪৫ শতাংশ বল দখল রেখেছে নেদারল্যান্ডস, USA -এর দখলে রয়েছে ৫৫ শতাংশ।
গোললল…
মেমফিস ডিপাই-এর গোলে এগিয়ে গেল নেদারল্যান্ড। ম্যাচের ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন ডাচ তারকা। তবে চলতি বিশ্বকাপে এটাই ডিপাই-এর প্রথম গোল। ডাম্পির অ্যাসিস্ট থেকে গোল করেন ডিপাই।
২ মিনিটের মধ্যেই USA- আক্রমণ
আন্দ্রিস নপার্ট ২ মিনিটের মধ্যেই দারুণ সেভ দিলেন। এমনটা না হলেই প্রথমেই এগিয়ে যেত মার্কিন যুক্তরাষ্ট্র।
শুরু হয়ে গেল নক আউটের প্রথম ম্যাচ
খালিফা স্টেডিয়ামে শুরু নক আউট পর্বের প্রথম ম্যাচ। কে উঠবে কোয়ার্টার ফাইনালে? উত্তরের জন্য ৯০
দেখুন নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের দল:
নেদারল্যান্ডস: আন্দ্রিস নপার্ট (গোলরক্ষক), জুরিয়েন টিম্বার, ভার্জিল ভ্যান ডাইক (অধিনায়ক), নাথান এক, ডেনজেল ডামফ্রিজ, মার্টেন ডি রুন, ফ্রাঙ্কি ডি জং, ডেলি ব্লাইন্ড, ডেভি ক্লাসেন, কোডি গ্যাকপো, মেমফিস ডেপে।মার্কিন যুক্তরাষ্ট্র: ম্যাট টার্নার (গোলরক্ষক), সার্জিনো ডেস্ট, ওয়াকার জিমারম্যান, টিম রেম, অ্যান্টোইন রবিনসন, টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি, ইউনুস মুসাহ, টিম উয়া, জেসুস ফেরেইরা, ক্রিশ্চিয়ান পুলিসিচ।
ডাচদের সামনে মার্কিনিদের কঠিন চ্যালেঞ্জ
নমস্কার, আমার HT বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ। প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে কিছুক্ষণের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ২০০২ সাল থেকে মার্কিন দল কখনও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। অন্যদিকে, নেদারল্যান্ডস ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে রানার্সআপ হয়েছিল। তবে ২০১৮ সালে তিনি যোগ্যতা অর্জন করতে পারেননি। তাই এবারে প্রথম থেকেই চমক দিতে চাইবে ডাচরা।
কাতার বিশ্বকাপের আসল রোমাঞ্চে আপনাদের স্বাগত
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কাতার বিশ্বকাপের আসল রোমাঞ্চ। ৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে শুরু হতে চলেছে কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের আসল রোমাঞ্চ। এদিন থেকে রাউন্ড অফ 16 অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। এখান থেকেই শুরু হচ্ছে নকআউট রাউন্ড। আর এই লড়াই-এ প্রথমে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।