করোনা পরিস্থিতিতে ব্রাজিলে কোপা আমেরিকার আয়োজন নিয় বহু দিন ধরেই ক্ষোভে ফুটছিল গোটা দেশ। তার উপর আবার ভেনিজুয়েলা দলের ৮ ফুটবলার সহ মোট ১১ জন সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর আরও বেশি ক্ষুব্ধ হয়েছে ব্রাজিলের সাধারণ মানুষ। ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ মার্কোস ফালোপা ব্রাজিল থেকে বললেন, ‘আমাদের দেশের সবাই ফুটবল খুব ভালবাসে। কলকাতার মতোনই। কিন্তু করোনা পরিস্থিতিতে তারা একেবারেই চায়নি এখানে কোপার আয়োজন করা হোক। এর ফল তো আয়োজকরা হাতেনাতেই পাচ্ছে। ভেনিজুয়েলার ৮ ফুটবলার করোনায় আক্রান্ত। খুব ভুল সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।’
আসলে করোনার জেরে দক্ষিণ আমেরিকার দেশগুলির মধ্যে ব্রাজিলের অবস্থা সবচেয়ে খারাপ। করোনায় আক্রান্তের নিরিখে গোটা বিশ্বের মধ্যে আমেরিকা, ভারতের পরেই রয়েছে ব্রাজিল। সে কারণেই ব্রাজিলে কোপা আমেরিকার আয়োজন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ব্রাজিলের জাতীয় দলের ফুটবলাররা। ভিয়েতনামের ফুটবলাররা করোনা আক্রান্ত হওয়ার পর তিতেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। লাল-হলুদের প্রাক্তন ব্রাজিলিয়ান কোচ বলছিলেন, ‘এখানে ঘরে ঘরে করোনা। বহু লোক মারা যাচ্ছে। রোজ কোনও না কোনও খারাপ খবর পাচ্ছি। এই পরিস্থিতিতে এ দেশে ফুটবলের আয়োজন করা একেবারেই উচিত হয়নি। দু'-চারটে ক্লাব যদিও বলছে, ব্রাজিলে এখন নাকি খুব ভাল পরিস্থিতি। তারা নিশ্চয়ই কোনও স্বার্থে এ কথা বলছে। এর পিছনে কোনও রাজনীতি থাকতে পারে। সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারি, ব্রাজিলে করোনা পরিস্থিতি খুবই খারাপ।’
ফালোপা ব্রাজিলের গ্রাসরুট লেভেলে বহু দিন কাজ করেছে। এমন কী নেইমারকেও তিনি খুব ভাল ভাবে চেনেন। ব্রাজিল ফুটবলের উপরের মহলে তাঁর ওঠাবসা। হয়তো সেই সূত্র ধরেই তিনি জানিয়েছেন, ভেনিজুয়েলার যে ৮ জন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের পরিবর্ত চাওয়া হয়েছে। সম্প্রতি কোপা শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ভেনুজুয়েলা। রবিবার ভারতীয় সময়ে গভীর রাতে ব্রাজিল বনাম ভেনিজুয়েলার ম্যাচ দিয়েই কোপার উদ্বোধন হওয়ার কথা। তার আগে ভেনিজুয়েলার ৮ ফুটবলার সহ মোট ১১ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। ফালোপা বলছিলেন, ‘ভেনিজুয়েলার যে ৮ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছে, তাদের পরিবর্ত চাওয়া হয়েছে। না হলে ওরা খেলবেই বা কী করে। টিমই তো করতে পারবে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।