সব জল্পনার অবসান। ঘোষণা হয়ে গেল ডার্বির ভেন্যু। ১১ জানুয়ারি গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ফলে এই মরশুমে দ্বিতীয়বার আরও একটি ডার্বির সাক্ষী থাকতে পারল না কলকাতা। প্রথমে ভুবনেশ্বর বা জামশেদপুরে আয়োজনের কথা থাকলেও শেষে গুয়াহাটিকেই বেছে নেওয়া হল বড় ম্যাচের ভেন্যু হিসেবে। বুধবার এই বিষয়ে সরকারি ঘোষণা করা হল। কয়েদিন আগেই গঙ্গাসাগর মেলা থাকায় পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয় বলে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়। তবে ম্যাচটি কলকাতায় আয়োজনের পুরো চেষ্টা করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। একবার নৈহাটী বা কল্যাণীতে আয়োজন করা যায় কিনা সেটাও খতিয়ে দেখছিল তারা। তবে নদীয়া জেলা পুলিশ ও গঙ্গাসাগর মেলা চলায় কতটা নিরাপত্তা দিতে পারবে সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তাই শেষ পর্যন্ত কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল বড় ম্যাচ।
রাজ্যে জানুয়ারির ৮-১৭ তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। সেই সময় পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য প্রায় ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে। ফলে আলাদা করে এতো বড় হাই ভোল্টেজ ম্যাচ আয়োজন করাটা সম্ভব নয় কোনও ভাবেই। একটা সময় তারিখ বদলের কথাও শুরু হয়েছিল। কিন্তু তা করতে রাজি নয় FSDL। তারা নির্ধারিত সূচি মেনে ISL এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে ছিল। সেই মতো শুরু হয় বিকল্প ভেন্যুর সন্ধান। প্রথমে দিল্লি, ভুবনেশ্বর এবং জামশেদপুর নিয়ে আলোচনা শুরু হয়। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যদিও ভুবনেশ্বরকে বেশি প্রাধান্য দিয়েছিল। তার একটাই কারণ, কলকাতার থেকে কাছে। তবে সেখানে সরকারি অনুষ্ঠান রয়েছে, যা শেষ হবে ১০ জানুয়ারি। ফলে ২৪ ঘণ্টার মধ্যে সেখানে খেলা সরাসরি সম্প্রচার করার জন্য ক্যামেরা সেট আপ করা সম্ভব নয়।
পরবর্তী ম্যাচ জামশেদপুরে থাকায় সেখানে খেলতে চাইছিল না মোহনবাগান। হাতে ছিল গুয়াহাটি এবং দিল্লির অপশন। বাঙালি বেশি থাকায় বেছে নেওয়া হল গুয়াহাটিকে। তবে ডার্বির ভেন্যু ঘোষণা করতে বেশ কিছুটা বাড়তি সময় লাগল। মঙ্গলবার ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার অভিযোগ করেছিলেন, ডার্বির দিন এগিয়ে এলেও ম্যাচের আয়োজক মোহনবাগানের তরফে নাকি মাঠের বিষয় নিয়ে কিছুই জানানো হয়নি। যদিও বিষয়টি অস্বীকার করেছেন বাগান কর্তারা। তাঁরা জানান, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা ইমামিকে আগেই জানানো হয়েছিল। উল্লেখ্য, বর্তমানে ISL-এর পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে মোহনবাগান। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩২। অন্যদিকে ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।