অনন্য এক মাইলফলক ছোঁয়ার হাতছানি ছোঁয়ার সুযোগ রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আর একবার জালে বল জড়াতে পারলেই ৯০০-এর ঘরে পা রাখবেন রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্তাসের প্রাক্তন এই তারকা ফুটবলার। তবে তার আগে ফ্রিকিকে দুরন্ত গোল করে ফের সকলের নজরে চলে এলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়নস লিগের কর্তৃপক্ষ উয়েফা এবার বিশেষ পুরস্কারে সম্মানিত করবে রোনাল্ডোকে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনাল্ডোকে তাঁর অবদানের জন্য পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মোনাকোয় আগামীকাল ২০২৪–২৫ মরশুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনাল্ডোর হাতে বিশেষ পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন।
সৌদি প্রো লিগে নিজের গোলস্কোরিং দক্ষতা অব্যাহত রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসরের ৩৯ বছর বয়সি ফুটবলার এবার ক্লাবের হয়ে তাঁর ৫১তম গোলটি করে ফেললেন। আল-ফেইহার বিরুদ্ধে ম্যাচে একটি অত্যাশ্চর্য ফ্রিকিকে গোল করেন তিনি। মঙ্গলবার কিং আব্দুল্লাহ সিটি স্পোর্টস স্টেডিয়ামে প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪৫+১০ মিনিটে ডি-বক্সের সামান্য বাইরে থেকে ফ্রি-কিক থেকে গোল করেন পর্তুগিজ তারকা। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে এটি রোনাল্ডোর কেরিয়ারের ৮৯৯ তম গোল। আর একটি গোল করলেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন আল নাসর তারকা।
আরও পড়ুন… Juan Izquierdo death: খেলার মাঠেই হৃদরোগে আক্রান্ত, মাত্র ২৭ বছর বয়সেই মারা গেলেন উরুগুয়ের ফুটবলার
এদিনের ম্যাচে অ্যান্ডারসন তালিস্কার জোড়া গোল আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্রি-কিক থেকে চোখ ধাঁধানো গোলে দাপুটে জয় পায় আল নাসর। সৌদি প্রো লিগের চলতি মরশুমের এটি তাদের প্রথম জয়। এই ম্যাচে আল ফাইহাকে ৪-১ গোল উড়িয়ে দিয়েছে আল নাসর। এর আগে মরশুমের প্রথম ম্যাচে আল রাইদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। এদিনের ম্যাচে ৫তম মিনিটে গোল উৎসবের শুরু করেন তালিস্কা। আবার উৎসবের মঞ্চে শেষ পারফরম্যান্সটিও করেন এই ব্রাজিলিয়ান। ৯৫ মিনিটে আল নাসরের হয়ে চতুর্থ গোলটি করেন তালিস্কা।
ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রেসন তালিস্কার গোলে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। পরে প্রথমার্ধের যোগ করা সময়ের দশম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ ফ্রি কিকে গোল করেন রোনাল্ডো। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক। সাফল্যেভরা কেরিয়ারে এই নিয়ে ৬৪ বার সরাসরি ফ্রি কিকে গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিওনেল মেসির রেকর্ড (৬৫) স্পর্শ করতে এমন আরও একটি গোল দরকার পর্তুগিজ ফরোয়ার্ডের। ৮৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন মার্সেলো ব্রোজোভিচ। পরের মিনিটে ব্যবধান কমান সাকালা। অবশ্য শেষ মুহূর্তে তালিস্কার দ্বিতীয় গোলে ৩ গোলের ব্যবধান নিয়ে ম্যাচ শেষ করে আল নাসর।
আরও পড়ুন… আরজি করের ঘটনা নাকি প্রযুক্তিগত সমস্যা! কেন বাতিল করা হল ইস্টবেঙ্গলের ম্যাচ? কারণ খুঁজছে ময়দান
প্রো লিগের সর্বশেষ ১১১ ম্যাচে আল নাসরের বিরুদ্ধে জয় পায়নি আল ফাইহা। যা কোনও একক দলের বিরুদ্ধে দীর্ঘ সময় জয় না পাওয়ার রেকর্ড আল ফাইহার নামে রয়েছে। গত মরশুমে সৌদি প্রো লিগে ৩৫ গোলের রেকর্ড গড়া রোনাল্ডো এবার দুই ম্যাচ খেলে করলেন দুটি গোল। আল রাইদের বিরুদ্ধে গত সপ্তাহে লিগে যাত্রা শুরুর ম্যাচে দলকে এগিয়ে নিয়েছিলেন তিনি। পরে যদিও গোল হজম করে সেদিন জিততে পারেনি তার দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।