ইংল্যান্ড এবং টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড হ্যারি কেন সোমবার চলতি দ্য হান্ড্রেড-এ তাঁর ক্রিকেটীয় দক্ষতার প্রমাণ দিলেন। কেইন এবং তাঁর স্পার্স সতীর্থ ম্যাট ডোহার্টিও দীর্ঘতম ছক্কা মারার একটি মজার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন। যা ভেন্যুতে উপস্থিত দর্শকদের বিনোদন দিয়েছিল। লর্ডসে লন্ডন স্পিরিট এবং ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মধ্যে সংঘর্ষের আগে এই ঘটনাটি ঘটে।
ইভেন্টের ঝলক দ্য হান্ড্রেডের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে কেইনকে প্রাক্তন ভারতের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে ধারাভাষ্য করতে দেখা গিয়েছে।
হ্যারি কেনও এমন অভিজ্ঞতায় বেশ রোমাঞ্চিত হয়েছিলেন। তিনিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই কথা শেয়ার করেছেন। একটি ভিডিয়ো শেয়ার করে সেই কথা জানিয়েছেন তিনি। হ্যারি কেন নিজের পোস্টে লিখেছেন, ‘আসলে এখানে গুঞ্জন। সবসময় লর্ডসে হাঁটতে চেয়েছিলাম। স্পেশাল স্পোর্টিং ভেন্যু। ভালো লেগেছে।’ তিনি অনুষ্ঠানস্থলে জোস বাটলার এবং প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের সঙ্গে দেখা করেন এবং ছবির জন্য পোজ দেন।
এদিকে সাউদাম্পটনের বিরুদ্ধে ৪-১ গোলের জয়ের মাধ্যমে নতুন মরশুম শুরু করেছে টটেনহ্যাম। পারফরম্যান্স অবশ্যই দলের চেতনা এবং ম্যানেজার আন্তোনিও কন্তের আশা বাড়িয়ে তুলবে, যিনি গত নভেম্বরে ম্যানেজার হিসেবে নিজের দায়িত্ব নিয়েছেন। স্পার্স এখন রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির মুখোমুখি হবে। যা একটি ব্লকবাস্টার ম্য়াচ বলে ধরা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।