কোপা আমেরিকা ২০২৪-র ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচের ৬৪ মিনিটের সময় গোড়ালির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। মাঠ ছাড়ার পর ডাগআউটে বসে মেসিকে কাঁদতে দেখা যায়। যে দৃশ্য আবার মেসি ভক্তদের হৃদয় ভেঙে ছিল। তবে এরপরেই লিওনেল মেসি নিজেই সমর্থকদের বার্তা দিয়েছিলেন, ‘ভালো আছি। আশা করছি খুব দ্রুতই মাঠে ফিরতো পারবো।’ কিন্তু মেসির দেওয়া সেই আশার গুড়ে বালি। ডাক্তাররা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন, মেসির পায়ের গোড়ালির কী অবস্থা। যার ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন ইন্টার মায়ামির এই আর্জেন্তাইন তারকা ফুটবলার।
আরও পড়ুন… Copa America 2024: চ্যাম্পিয়ন হয়ে এমবাপেদের নিয়ে বর্ণবাদী গান! আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্তে ফিফা
আগেই মেসির ডান পায়ের গোড়ালিতে পরীক্ষা-নীরিক্ষা করা হয়। এরপরই নিশ্চিত হওয়া গেছে যে, গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। সুতরাং, এই চোট সারিয়ে কবে তিনি মাঠে ফিরতে পারবেন, সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সুতরাং, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে লিওনেল মেসিকে। কোপার ম্যাচের পরে মেসিকে ডাগ আউটে বসে কাঁদতেও দেখা গিয়েছিল।
আরও পড়ুন… ২৬ তম জন্মদিনে শিরডির সাই বাবার মন্দিরে ইশান কিষান! ভারতীয় দলে কি ফের জায়গা করতে পারবেন?
এদিকে বৃহস্পতিবার টরোন্টো এফসির মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচটিতে দেখতে গ্যালারিতে উপস্থিত হন মেসি। সেখানেই তাঁর পায়ে বিশেষ বুট দেখা যায়। আর্জেন্তাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, এটি মূলত অর্থোপেডিক বুট, যা তার চোট সারার কাজে ব্যবহৃত হচ্ছে। মেসির গোড়ালিতে পরীক্ষা-নীরিক্ষা করার পরে ইন্টার মায়ামির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেডিকেল পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া গেছে, লিওনেল মেসি ডান গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তার পর্যায়ক্রমিক সেরে ওঠা এবং সেগুলোর মূল্যায়নের ওপর।’
আরও পড়ুন… ছন্দে নেই বাবর আজম! ১৮ বছরের তরুণের সামনে পাক তারকার ল্যাজে গোবরে অবস্থা, সামনে এল ভিডিয়ো
এদিকে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টরোন্টো এফসি বনাম ইন্টার মায়ামি ম্যাচটিতে ৩-১ গোলে জিতেছে মায়ামি। টরোন্টোর বিরুদ্ধে দলটির হয়ে গোল করেছেন দিয়াগো গোমেজ ও ফেদরিক রেদোন্দো (জোড়া)। এক গোল করে হারের ব্যবধান কমায় টরোন্টো। ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি।
লিওনেল মেসিকে ছাড়াই বেশ কয়েকটি ম্যাচ খেলতে হবে মেজর লিগ সকারের দলটিকে। দলের সেরা তারকাকে না পাওয়ার আক্ষেপ ইন্টার মায়ামির আর্জেন্তাইন কোচ জেরার্ডো মার্তিনোর গলাতেও শোনা গিয়েছে। নিজের অস্বস্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অবশ্যই তাঁর (মেসি) চোট লেগেছে, চোট আছে। আমাদের ফিজিওথেরাপিস্ট ওয়াল্টার, যিনি জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট, তিনি আমাদের মেসির অবস্থা প্রতিনিয়ত অবহিত করছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।