ফুটবল মাঠে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। যদিও ঘটনাটাটি ভারতের নয়, তবু এই ছবি বিশ্ব ফুটবলকে আতঙ্কিত করে দিয়েছে। আফ্রিকার দেশ দক্ষিণ গিনিতে ফুটবল ম্যাচ চলাকালীন পদপিষ্ট হয়ে বহু মানুষ। আনুমানিক ১০০ জনেরও বেশি নিজের প্রাণ হারিয়েছেন।
সাউথ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর নজেরাকোরে ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালীন দুই দলের সমর্থকদের মধ্যে একটি ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা ঘটে। যার কারণে স্টেডিয়ামে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সরকারের তরফ থেকে বলা হয়েছে এই সংঘর্ষ এবং পরবর্তী পদদলিত হওয়ার কারণে প্রায় ৫৬ জন মারা গিয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন… টেস্টে ৩৭ বলে ৫০ রান, অবাক করলেন RCB-র নতুন ব্রিটিশ তারকা! কোহলির সঙ্গে খেলতে মুখিয়ে জেকব বেথেল
১০০ জনেরও বেশি প্রাণ হারাতে পারেন শুরু হল তদন্ত-
সাউথ গিনি সরকার সোমবার, ২ ডিসেম্বর জানিয়েছিল যে ফুটবল ম্যাচ চলাকালীন দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫৬ জন মারা গিয়েছে। তবে বেসরকারি সূত্রে খবর এই সংখ্যাটা ১০০ ছুঁতে পারে। বহু মানুষ এখনও হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন রয়েছে। এই লড়াইয়ের শুরুটা একটি সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল। যার পরে উভয় দলের সমর্থকেরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই এই সংঘর্ষ এতটাই ছড়িয়ে পড়ে যে মাঠে পদদলিত হয় এবং মানুষ প্রাণ বাঁচাতে ছুটতে থাকে। দেশটির যোগাযোগ মন্ত্রী একটি বিবৃতি জারি করে দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে ফিফা কি এই ঘটনায় কিছু করবে? তার দিকেও অনেকে তাকিয়ে রয়েছেন।
আরও পড়ুন… আমাদের পূর্ব পুরুষদের শিকড় ওখানে, বাংলাদেশে সংঘালঘুদের ওপর নিপীড়ন বন্ধ হোক, গর্জে উঠল ইস্টবেঙ্গল
রেফারির সিদ্ধান্ত নিয়ে ঝামেলা- কী হল তারপর?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেশটির সামরিক স্বৈরশাসক ও অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি মামাদি দুম্বোয়ার সম্মানে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। লেবা ও নেজেরাকোর দলের মধ্যে ফাইনাল খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্ত নিয়ে বিরোধ হয়। দলগুলোর মধ্যে শুরু হওয়া বিবাদ শীঘ্রই সমর্থকদের কাছে পৌঁছে যায় এবং তারপর শুরু হয় মারামারি। প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে উভয় পক্ষের ভক্তরা একে অপরের দিকে পাথর ছুড়তে শুরু করে এবং তারপরে পুলিশও কাঁদানে গ্যাসের বুলেট ছুঁড়তে থাকে। এর পরে বিশৃঙ্খলা দেখা দেয়।
দেখুন সেই ঘটনার ভিডিয়ো-
আরও পড়ুন… মিচেল মার্শ কি অ্যাডিলেডে থাকবেন? পিঙ্ক বল টেস্টের আগে রহস্যে ইতি টানলেন অলরাউন্ডার
নিহতদের অধিকাংশই ছোট শিশু
এই সময়ে অনেক ভক্ত নিজেদের জীবন বাঁচাতে মাটির প্রাচীর বেয়ে ওঠার চেষ্টা করতে দেখা গেছে, কেউ কেউ একে অপরের সঙ্গে লড়াই করছে। এই সময়ে পদদলিত হয়ে বহু সমর্থক পিষ্ট হয়ে মারা যান। বলা হচ্ছে, নিহতদের অধিকাংশই ছোট শিশু বা নাবালক। যাদের ভিড়ের মধ্যে চাপা দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে অনেক মৃতদেহ ও আহত সমর্থকদের মাঠে পড়ে থাকতে দেখা যায়। আবার অনেক মৃতদেহ হাসপাতালেও ছড়িয়ে ছিটিয়ে আছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।