UEFA চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। জার্মানের ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ ব্যবধানে পিছিয়ে গিয়েও ৫-২ ব্যবধানে জয় পায় রিয়াল। দুরন্ত হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। এরপরেই রিয়াল মাদ্রিদের কোচের গলায় ধরা পড়ে আত্মবিশ্বাসের সুর। তিনি মনে করেন, এবার ব্যালন ডি’অর পাবেন ভিনিসিয়াস জুনিয়রই। তিনি ভিনিকে ‘এক্সট্রা অর্ডিনারি’ বলেও উল্লেখ করেন। আগামী ২৮ অক্টোবর জানা যাবে ব্যালন ডি'অর কার হাতে উঠবে। এবছর মনোনয়নে জায়গা পাননি রোনাল্ডো এবং মেসি। স্বভাবতই এবার ফুটবল দুনিয়া নতুন ফুটবলারের হাতে ব্যালন ডি'অর উঠতে দেখবে।
ভারতীয় সময় মঙ্গলবার মধ্যরাতে মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বুরুশিয়া ডর্টমুন্ড। ৩০ মিনিটে জার্মানির ক্লাবকে এগিয়ে দিয়েছিলেন ডনিয়েল মালেন। এর ৪ মিনিটের মধ্যে তাঁর অ্যাসিস্ট থেকেই ডর্টমুন্ডের হয়ে দ্বিতীয় গোলটি করেন গিটেনস। প্রথমার্ধ দেখে মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদের এদিনের ম্যাচে পরাজয় নিশ্চিত। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা ঘুরিয়ে দেন আন্সেলোত্তির ছেলেরা। ৬০ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন রুডিগার। ২ মিনিট যেতে না যেতেই ফের আরও একটি গোল। এবার গোল করেন ভিনিসিয়াস। ৮৩ মিনিটে রিয়ালকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন ভাজকুয়েজ। আর ম্যাচে লড়াইয়ে ফিরতে পারেনি ডর্টমুন্ড। ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল ভিনির। ৯৩ মিনিটে আরও একটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন এই ব্রাজিলের তারকা। ৫-২ ব্যবধানে ম্যাচ জিতে ৩ পয়েন্ট হাসিল করে রিয়াল মাদ্রিদ। বর্তমানে তারা চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ কার্লস আন্সেলোত্তি বলেন, ‘দ্বিতীয়ার্ধে ভিনিসিয়াসের মতো এভাবে খেলা খেলোয়াড়ের সংখ্যা কম। সে দারুণ চরিত্র, ও প্রচণ্ড উদ্যমের সঙ্গে খেলেছে। আমি মনে করি এবার ভিনিসিয়াস ব্যালন ডি'অর জিতবে। শুধু আজকের রাতের কারণে নয়, বরং গত মরশুমের পারফরম্যান্সের জন্য। তবে এই হ্যাটট্রিক তাকে ভবিষ্যতে আরও একটি ব্যালন ডি'অর জিততে সাহায্য করবে।’ উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে। ভিনির হাতে ব্যালন ডি’অর উঠলে ব্রাজিলের ১৭ বছরের অপেক্ষার অবসান হবে। ২০০৭ সালে শেষবার ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি জিতেছিলেন রিকার্ডো কাকা। সেই সময় এসি মিলানের হয়ে অবিশ্বাস্য এক মরশুম কাটিয়েছিলেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।