রবিবার লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে জিতে আর্জেন্তিনার তৃতীয়বার বিশ্বকাপ জিতল। এই জয় উদযাপন করার সময় অন্য লিওনেল মেসিকে খুঁজে পেল বিশ্ব। তৃতীয় বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্তিনার লকার রুমের টেবিলের উপরে উঠে মেসিকে নাচতে দেখা গেল। সতীর্থ নিকোলাস ওটামেন্ডির শেয়ার করা একটি ভিডিয়োতে উঠে এল আর্জেন্তিনার লকার রুমের ছবি।
পুরো আর্জেন্তিনা শিবির একটি উৎসবের মেজাজে ছিল। যখন মেসি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে লকার রুমে প্রবেশ করেন তখন ছবিটা ছিল দেখার মতো। বিশ্বকাপ ট্রফি নিয়ে এসে লকার রুমের টেবিলের উপরে উঠে পড়েন মেসি। এরপরে পুরো রুম আনন্দে ফেটে পড়ে। আর্জেন্তিনা অধিনায়ক শীঘ্রই লাউতারো মার্টিনেজের সঙ্গে সেলিব্রেশনে যোগ দেন। কারণ তারা দুজনেই ট্রফি নিয়ে টেবিলের উপরে নাচছিলেন।
আরও পড়ুন… ARG vs FRA: মেসিদের শুভেচ্ছা জানিয়ে ভারতীয় আবেগকে সামনে আনলেন মোদী
ভিডিয়োতে অন্য তারকাদেরও দেখা গিয়েছে। আর্জেন্তিনার খেলোয়াড়দের ক্রমাগত গান গাইতে দেখা গেছে। অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও আগুয়েরোরা প্রত্যেকেই ওটামেন্ডির ক্যামেরায় এসে কয়েকটি কথা শেয়ার করেছেন। খেলোয়াড়রা সকলেই লকার রুমের ভিতরে নাচতে থাকেন। ম্যাচের পর মেসি বলেছিলেন, বিশ্বকাপ ট্রফি নিয়ে আর্জেন্তিনায় ফেরার অপেক্ষা করতে পারছেন না তিনি। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেসি বলেছিলেন যে তিনি এতদিন ধরে এই মুহূর্তটির অপেক্ষা করছিলেন।
আরও পড়ুন… দেখুন: মেসির আর্জেন্তিনা কীভাবে বিশ্বকাপের ফাইনালে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারাল
মেসি বলেছিলেন, ‘আমি জানতাম ঈশ্বর আমায় এই উপহারটা দেবেন, আমি অনুভব করেছি যে এই বিশ্বকাপ আমার জন্যই ছিল।’ মেসি যোগ করে বলেছেন, ‘এটা পেতে অনেকটা সময় লেগেছে, কিন্তু করতে পেরেছি। এটার জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আমরা এটা করতে পেরেছি। এর উন্মাদনার সাক্ষী হতে আর্জেন্তিনায় ফেরার জন্য অপেক্ষা করতে পারছি না।’ ১৯৮৬ সালে মারাদোনা যা অর্জন করেছিলেন সেটাই করে দেখালেন মেসি। আর্জেন্তিনার হয়ে একটি বিশ্বকাপ জয় করলেন তিনি। গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হারের পর সেই অন্ধকার মুহূর্তগুলি থেকে তার দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন। সেখান থেকে দলকে চ্যাম্পিয়ন করে দেশে ফিরতে মরিয়া মেসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।