বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > চিনা দুষ্কৃতীদের 'কু' নজরে ওয়েন রুনির ক্লাব!

চিনা দুষ্কৃতীদের 'কু' নজরে ওয়েন রুনির ক্লাব!

ডার্বি কাউন্টির ম্যানেজার ওয়েন রুনি (ছবি:টুইটার) 

ইংল্যান্ডের এই নামী ফুটবল ক্লাবের মাধ্যমে কালো টাকা নিবেশের পরিকল্পনা করেছিল  চিনা দুষ্কৃতীরা। সেই তথ্য ফাঁস করল আল জাজিরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ডার্বি কাউন্টিকে ১০১৯ কোটি টাকায় কিনে নিতে চেয়েছিল চিনের এক দুষ্কৃতী। আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে এমনই এক তথ্য। চিনের কালো টাকা সাদা করার প্রাথমিক ধারণা নিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছিল চিনের সেই দুষ্কৃতী। পরে চিনের সেই ব্যাক্তির অভিসন্ধি ও ষড়যন্ত্রকে ধরে ফেলেন ডার্বি কাউন্টির কর্তারা, পরে সেই চুক্তি করতে চাননি তাঁরা। এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আল জাজিরার অনুসন্ধানে। 

জানা গিয়েছে চিনের সেই দুষ্কৃতী ম্যাকাওয়ের ক্যাসিনোর মালিক ছিলেন। ক্যাসিনো থেকে প্রচুর টাকা রোজগার করতেন চিনের ঐ ব্যক্তি। সেই টাকার বেশির ভাগটাই থাকত কালো টাকা। সেই কালো টাকা সাদা করার জন্যই ইংলিশ ফুটবলে নিবেশ করতে চেয়েছিলেন। সেই কালো টাকা ইংলিশ ফুটবলে নিয়ে আসার চেষ্টা করছিলেন চিনের সেই দুষ্কৃতী। এই মুহূর্তে তার বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। তবে তা সত্ত্বেও প্রভাবশালীদের সাহায্যে নিয়ে ইংলিশ ক্লাব কেনার চেষ্টা করছিলেন চিনের সেই ব্যাক্তি।

দু’বার ইংলিশ লিগ চ্যাম্পিয়ন এবং ইংল্যান্ডের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব ডার্বি। জানা গিয়েছে মধ্যস্থতাকারীর মাধ্যমে ডার্বি কাউন্টি ফুটবল ক্লাবকে ১০১৯ কোটি টাকায় চিনের এক ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছিল। আল জাজিরা তাদের অনুসন্ধান রিপোর্টে লেখে, ‘ঘুষ নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হন চিনের এক ব্যক্তি। ডার্বি কাউন্টি কেনার চুক্তি করতে যাচ্ছিল সে।’ এখনও উপযুক্ত মালিকের খোঁজ চালাচ্ছেন ডার্বির মালিক মেল মরিস। বর্তমানে ডার্বি কাউন্টির ম্যানেজার হলেন ওয়েন রুনি।

বন্ধ করুন