গত মাসের বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে আর্জেন্তিনার সামনে কার্যত ৩-০ গোলে উড়ে গিয়েছিল উরুগুয়ে। ফিরতি ম্যাচে ঘরের মাঠে সেয়ানে সেয়ানে লড়াই করেও ১-০ ব্যবধানে হারতেই হল লুইস সুয়ারেজের দলকে। ম্যাচের একমাত্র গোলটি আসে অ্যাঞ্জেল ডি’মারিয়ার পা থেকে।
এদিন ফিটনেস সমস্যায় জেরবার দলের কিংবদন্তি অধিনায়ক লিওনেস মেসি প্রথম এগারো থেকে বাদ রেখেই মাঠে নামে আর্জেন্তিনা। তবে ম্যাচের মাত্র ছয় মিনিটের উরুগুয়ে ডিফেন্ডার পেনাল্টি বক্সের সামনে বলের দখল হারানোর পর ডি’মারিয়া বিশ্বমানের বাঁক খাওয়ানো শটে উরুগুয়ান গোলকিপার ফার্নান্দো মুসলেরাকে পরাস্ত করেন। তবে এক গোলে পিছিয়ে পরে হতাশ না হয়ে লুইস সুয়ারেজের নেতৃত্বে আক্রমণ শানাতে থাকে উরুগুয়ে। সুয়ারেজের একটি শট বাঁচান আলবেসেলিস্তে গোলরক্ষক এমি মার্টিনেট। এরপর ম্যাচের ৩০ মিনিটের মাথায় অ্যাটলেটিকো মাদ্রিদ তারকার শট পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণের পথ বেছে নেয় এবং গোলরক্ষকদের বেশ কয়েকটি ভাল সেভও করতে বাধ্য করে। ম্যাচের একেবারে শেষের দিকে ড্র করার একাধিক সুযোগ নষ্ট করেন উরুগুয়ান ফুটবলাররা। মার্টিনেজ একটি দূরপাল্লার শট প্রথমে দখলে আনতে ব্যর্থ হলেও কোনোরকমে গোল হওয়া আটকান, একটি সহজ হেডার থেকেও গোলের সুযোগ হাতছাড়া করেন জুলিয়ান আলভারেজ। ৭৬ মিনিটের মাথায় সাবস্টিটিউট হিসেবে নামলেও মেসি ম্যাচে নিজের ছাপ ছাড়তে ব্যর্থ হন।
এই জয়ের ফলে আর্জেন্তিনার অপরাজিত দৌড় বেড়ে দাঁড়াল ২৬ ম্যাচ। লাতিন আমেরিকার বিশ্বকাপ যোগ্যতাপর্বের গ্রুপে ২৮ পয়েন্ট নিয়ে মেসির দল দ্বিতীয় স্থানে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দোরগোড়ায় রয়েছে। চিলি এবং কলম্বিয়ার সঙ্গে যুগ্মভাবে ১৬ পয়েন্ট নিয়ে উরগুয়ে ছয় নম্বরে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।