বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > WC Qualifiers: চিলিকে ২-১ গোলে হারাল মেসি বিহীন আর্জেন্তিনা, টানা ২৮ ম্যাচে অপরাজিত স্ক্যালোনির ছেলেরা

WC Qualifiers: চিলিকে ২-১ গোলে হারাল মেসি বিহীন আর্জেন্তিনা, টানা ২৮ ম্যাচে অপরাজিত স্ক্যালোনির ছেলেরা

চিলিকে ২-১ গোলে হারাল মেসি বিহীন আর্জেন্তিনা (ছবি:রযটার্স) (Pool via REUTERS)

চিলির ঘরের মাঠে ডি’মারিয়া ও লাউতারো মার্টিনেজের গোলে জয় পেল আর্জেন্তিনা। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আর্জেন্তিনা জিতেছে ২-১ গোলে।

করোনাভাইরাস থেকে সেরে উঠলেও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। তাই তাকে এবারের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে না খেলানোর অনুরোধ করেছিল প্যারিস সাঁ জাঁ। আর্জেন্তিনা সেই ‘ডাকে’ সাড়া দিয়ে বাইরে রাখা হয়েছিল লিওনেল মেসিকে। এমন অবস্থায় চিলির ঘরের মাঠে ডি’মারিয়া ও লাউতারো মার্টিনেজের গোলে জয় পেল আর্জেন্তিনা। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আর্জেন্তিনা জিতেছে ২-১ গোলে।

ডি’মারিয়ার গোলে শুরুতেF এগিয়ে গিয়েছিল আর্জেন্তিনা। তবে ম্যাচে ফিরতে সময় নেয়নি চিলি। বেন ব্রেরেতন ডিয়াজের লক্ষ্যভেদে সমতায় ফেরে চিলি। তবে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান আবার বাড়িয়ে নেয় আর্জেন্তিনা। এবার লাউতারো মার্তিনেসের গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্তিনা। লিওনেল স্ক্যালোনির হাত ধরে অপরাজেয় হয়ে ওঠা আর্জেন্তিনাকে চ্যালেঞ্জ জানালেও আটকাতে পারল না চিলি। আরেকটি পরাজয়ের ফলে কাতার বিশ্বকাপে ওঠার স্বপ্নটা আরও একটু ফিকে হয়ে গেল।

এ নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্তিনা। একই সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখলো তারা। ১৪ ম্যাচে ৯টি জয় ও ৫ ড্রয়ে আর্জেন্তিনার পয়েন্ট ৩২। এক ম্যাচ বেশি খেলা চিলির পয়েন্ট ১৬। তারা তালিকার সপ্তম স্থানে রয়েছে। ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তিতের দল।

বন্ধ করুন