প্রথমবার ISL খেলছে মহামেডান। গত বছর আইলিগ জেতার সুবাদে এই সুযোগ পেয়েছে তারা। হেড কোচ আন্দ্রে চেরনিশভের তত্ত্বাবধানেই এই সফলতা অর্জন করেছিল সাদা কালো ব্রিগেড। তবে ISL-এ শুরুটা ভালো হয়নি তাদের। এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে মহামেডান। ৪টি ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে। এমনকী শেষ ম্যাচে ৯ জনের ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও জয় পেতে ব্যর্থ হয়েছে মহামেডান। এরপরেই সমর্থকদের কাছ থেকে ‘গো ব্যাক’ স্লোগান' শুনতে হয়েছে কোচ চেরনিশভকে। ISL-এর লড়াই যে কঠিন তা ভালোই বুঝতে পারছেন তিনি।
ইন্ডিয়ান সুপার লিগকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলতে গিয়ে মহামেডানের হেড কোচ বলেন, ‘আমি বুঝতে পারছি ISL-এ লড়াই অনেক কঠিন। আমরা অনেক ভালো ভারতীয় ফুটবলারদের বিরুদ্ধে খেলেছি যারা জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছে। লিগে অনেক ভালো বিদেশি ফুটবলারও রয়েছে। আমরা জিততে চাই বা দ্বিতীয়-তৃতীয়-চতুর্থ স্থানে থাকতে চাই সেটা নিয়ে ভাবছি না। এই মুহূর্তে আমাদের লক্ষ্য ISL-টাকে উপভোগ করা এবং প্রতি ম্যাচে ভালো লড়াই করা। প্রতিটি ম্যাচে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে।’
এখনও পর্যন্ত ISL-এ মহামেডান দুটি ডার্বি খেলেছে। একটি মোহনবাগানের বিরুদ্ধে এবং একটি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। অন্যদিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছিল। ডার্বি প্রসঙ্গে চেরনিশভ বলেন, ‘ডার্বি খেলা সবসময় একটা বিশেষ অনুভূতি। আমি নিজের ফুটবল জীবনেও রাশিয়ায় অনেক ডার্বি ম্যাচ খেলেছি। আমি জানি এটার গুরুত্ব। কোচ হিসেবে আপনি সবসময় চাইবেন এই ম্যাচগুলি জিতে সমর্থকদের খুশি দিতে। আমাদের সমর্থকরা কলকাতাকে সাদা-কালো রঙে দেখতে চায়। সেই কারণে আমাদের আরও মনোযোগী এবং শক্তিশালী হয়ে উঠতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই মুহূর্তে খুশি কারণ, আমরা বিভিন্ন শহরে ভ্রমণ করছি, ভালো দলের সঙ্গে উন্নত স্টেডিয়ামে খেলছি। আমরা জানি সমর্থকদের কাছে ISL-এর গুরুত্ব কতটা।’ মহামেডানের কাছে আগামী কয়েকটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঘরের মাঠের ম্যাচগুলি। চেরনিশভ আশা করছেন তাদের সমর্থকরা মাঠ ভরিয়ে তুলবে।
তিনি বলেন, ‘আমি আমাদের সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা সবচেয়ে সেরা। আমরা প্রতি ম্যাচে তাদের অপেক্ষায় থাকি। আমাদের তাদের সদর্থক সমর্থনের প্রয়োজন রয়েছে। আমি তাদের প্রথম বা দ্বিতীয় হব এই প্রতিশ্রুতি দেব না। তবে আমি এটুকু বলতে পারি প্রতি ম্যাচে আমরা নিজেদের সেরাটা দেব, কারণ ফুটবলাররা দলকে এবং সমর্থকদের ভালোবাসে। সমর্থকরাই আমাদের খেলার শক্তি জোগায়। শুধুমাত্র হোম ম্যাচে নয়, অ্যাওয়ে ম্যাচেও আমাদের এটার প্রয়োজন আছে। আমাদের এই চ্যাম্পিয়নশিপে এমনভাবে একজোট হতে হবে যা আগে কখনও হয়নি।’ উল্লেখ্য, মহামেডানের পরবর্তী ম্যাচ রয়েছে ২৭ নভেম্বর। ঘরের মাঠে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।