বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > লাস্টবয় হওয়ার তকমা মুছতে নর্থইস্টকে হারাতে মরিয়া SC EB, চোট নিয়ে চিন্তায় রিভেরা

লাস্টবয় হওয়ার তকমা মুছতে নর্থইস্টকে হারাতে মরিয়া SC EB, চোট নিয়ে চিন্তায় রিভেরা

মারিয়ো রিভেরা।

১৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট এসসি ইস্টবেঙ্গলের। তারা এখন আইএসএল তালিকার লাস্টবয়। ১৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নর্থইস্ট ইউনাইটেড একধাপ উপরে ১০ নম্বরে রয়েছে।

আইএসএল তালিকার লাস্টবয় এবং সেকেন্ড লাস্টবয় আজ মুখোমুখি হতে চলেছে। দুই দলেরই হারানোর আর কিছু নেই। বাকি ম্যাচ এখন নিয়ম রক্ষারই। কারণ বহু আগেই তারা আইএসএলের প্লে-অফে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছে। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও লিগ টেবলের একেবারে তলানি থেকে নিজেদের তুলে আনতে নর্থইস্ট ইউনাইটেডকে হারাতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল কোচ মারিয়ো রিভেরা।

প্রথম লেগের ম্যাচে নর্থইস্টের কাছে ০-২ হেরেছিল লাল-হলুদ ব্রিগেড। সে দিক থেকে দেখতে গেলে আজ লাল-হলুদের বদলা নেওয়ারও পালা। নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন রিভেরা: 

সবার নীচে থেকে লিগ শেষ করার হতাশা কাটাতে এই ম্যাচটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ?

অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ, আমরা এই ম্যাচ জিতলে লিগ টেবলে একধাপ উপরে উঠে আসব এবং আমরা সেটাই চাই। লিগের শেষ দিকে আমরা ভালো খেলছি। কিন্তু এখনও আমাদের ভাল ফল পাওয়া বাকি আছে।

এখন আপনাদের কিছু হারানোর নেই। তা হলে শেষ দু'টো ম্যাচে আপনারা কী ধরনের খেলা দেখাতে চান?

গত দুটো ম্যাচেই আমরা জেতার জন্য মরিয়া ছিলাম। এই ম্যাচেও আমরা জয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করব। প্রতিটা ম্যাচই আমরা জিততে চাই। এই ম্যাচেও সেই ভাবনা মাথায় নিয়েই মাঠে নামব।

দলের ফুটবলারদের সঙ্গে আপনার কী কথা হয়েছে? কী ভাবে উজ্জীবিত করবেন ওঁদের?

আমাদের গত চার-পাঁচটা ম্যাচ যদি দেখে থাকেন, তা হলে নিশ্চয়ই আলাদা করে বুঝিয়ে দিতে হবে না যে, কী ভাবে ওদের উজ্জীবিত রাখছি। প্রতি ম্যাচেই দল উন্নত পারফরম্যান্স করছে। উন্নত মানসিকতা, উন্নত পারফরম্যান্স, উন্নত আক্রমণাত্মক ফুটবল। সব দিক দিয়েই আমরা ভাল খেলছি। দলের মেজাজও সত্যিই খুব ভাল। অনুশীলনে সবাই খুব পরিশ্রম করছে, উপভোগও করছে। ওদের তাই আলাদা করে উজ্জীবিত করার প্রয়োজন আছে বলে মন হয় না।

দলে এখনও কোনও চোট-আঘাত সমস্যা আছে?

হ্যাঁ, এখনও কয়েকজনের চোট আছে। ফলে তারা খেলতে পারছে না। জ্যাকি সম্ভবত খেলতে পারবে না। ও গত কাল অনুশীলন করতে পারেনি। আজ আরও একবার পরীক্ষা করা হবে সবার, ক’জন খেলতে পারে দেখার জন্য।

এত পরে নেপালের ডিফেন্ডার অনন্ত তামাংকে দলে নেওয়ার কারণ কী?

কারণটা খুব সোজা। আমাদের একজন এশিয়ান কোটার খেলোয়াড় দরকার। টমিস্লাভ (মর্চেলা) অস্ট্রেলিয়া থেকে ভালো প্রস্তাব পেয়ে চলে গিয়েছে। সে জন্য আমাদের একজন এশিয়ান খেলোয়াড় দরকার। সেই জন্যই এই সেন্টার ব্যাককে নেওয়া হল।

গত কয়েকটি ম্যাচে আপনারা একাধিক ফর্মেশনে খেলেছেন। কালকের ম্যাচের ফর্মেশন বদল করবেন, নাকি বিপক্ষের কৌশলের ওপর নির্ভর করছে আপনাদের ফর্মেশন?

কৌশল ২০-৩০ শতাংশ নির্ভর করে বিপক্ষের ওপর। আধুনিক ফুটবলে একই ম্যাচে বিভিন্ন ফর্মেশন বদলে খেলা হয়। এতে ভাল খেলতে সুবিধা হয় এবং বিপক্ষের কাজ কঠিন করে তোলা যায়। গত তিনটি ম্যাচে যেমন ১৮জন খেলোয়াড় নিয়ে মাঠে গিয়েছিলাম আমরা। প্রতি ম্যাচেই পারফরম্যান্সে উন্নতি হচ্ছে। এটা ভাল ইঙ্গিত। এ থেকেই বোঝা যায় দলের অনুশীলন ভাল হচ্ছে। সবাই খেলার জন্য প্রস্তুত। আর যখন সবাই খেলার জন্য তৈরি থাকে, তখন বিভিন্ন ফর্মেশনে খেলা যায়। পরের ম্যাচে আশা করি সবচেয়ে ভাল ফর্মেশনে খেলতে পারব।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোট হিংসায় টেক্কা BJP-TMC'র, হাঁসুয়ার কোপ থেকে হাতাহাতির সাক্ষী শীতলকুচি শাহরুখ-গৌরীর ভাড়া বাড়ির গল্প শোনালেন চাঙ্কি, বললেন, ‘ও একটুও বদলায়নি..’ তীব্র গরমে বেআইনি বহুতলে পুনরায় বিদ্যুৎ সংযোগের নির্দেশ, নরম কলকাতা হাইকোর্ট ২৬ বছরের দাম্পত্যে পাননি গর্ভের সন্তান! অপরাজিতা বলছেন, ‘সব পেলে নষ্ট জীবন’ আর তর সইছে না! নান্দিমুখেও রাতুলের পাশে বসে রূপাঞ্জনা, প্রকাশ্যে গায়ে হলুদের ছব মা বিড়ি বাঁধতেন, মারা গিয়েছেন বাবা, ছেলে এবার IAS, ইউপিএসসিতে উজ্জ্বল স্থান পেশাদার ফুটবলে কামব্যাক, তাও ৫৮ বছর বয়সে, চমক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকার কমিশনে জমা পড়ল ১৫১টি অভিযোগ, 'পুলিশি নিষ্ক্রিয়তা' নিয়ে মুখ খুললেন রাজ্যপাল অন্ধকারে ডুবছে ব্যস্ততম গড়িয়াহাট ব্রিজ, ১৫ দিন ধরে আলো জ্বলছে না, কারণ কী? মঙ্গল-রাহুর মিলনে অঙ্গারক যোগ, ৩ রাশির জীবন বদলাবে, থামবে অগ্রগতি, থাকুন সতর্ক

Latest IPL News

লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও স্নায়ুচাপের পরীক্ষা হয়েছে এই ম্যাচে, পঞ্জাব বধের পর বললেন হার্দিক পান্ডিয়া ছন্নছাড়া ক্যাপ্টেন্সি, দেরি হল ফিল্ড সাজাতে, বড় জরিমানার মুখে পড়লেন হার্দিক IPL 2024: ইডেনে এবার সবুজ জার্সি পরে নামছেন কোহলিরা,চাইছেন নিজেদের ভাগ্যও বদলাতে PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.