নিজের দেশেই খুনের হুমকি পেলেন নিওলেন মেসি। নিছক উড়ো হুমকি যে নয়, তা বোঝা যায় হাড় হিম কড়া ঘটনায়। মেসির পারিবারিক সুপার মার্কেটে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা চরম হুঁশিয়ারি দিয়ে যায় আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
বৃহস্পতিবার সকালে আর্জেন্তিনার তৃতীয় বৃহত্তম শহর রোজারিওয় এমন তাণ্ডব চালায় সশস্ত দুষ্কৃতীরা। মেসির স্ত্রী অ্যান্তোনেলার পরিবারের মালিকাধানী সুপার মার্কেটে এসে অন্তত ১২ রাউন্ড গুলি চালানোর পরে মেসির জন্য একটি হুমকি চিঠি রেখে যায় বন্দুকবাজরা। যাতে লেখা ছিল, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিন নিজে একজন মাদকচক্রী। তাই ও তোমাকে বাঁচাতে পারবে না।’
উল্লেখ্য, হুমকি চিঠিতে উল্লেখিত এই জাভকিন হলেন রোজারিওর মেয়র পাবলো জাভকিন, যিনি এমন ঘটনার পরেই সুপার মার্কেটে এসে ক্ষোভ উগরে দেন প্রশাসনিক কর্তাব্যক্তিদের উপর।
একেবারে সকালের এই গুলিচালনার ঘটনায় হতাহতের কোনও খবর নেই। দুষ্কৃতিদের কেন মেসির উপরে আক্রোশ এবং কেনই বা তাঁর শ্বশুরবাড়ির দোকানে হামলা চালানো হয়, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। রোজারিওর পুলিশের তরফে শুধু জানানো হয়েছে যে, দু'জন দুষ্কৃতি মোটরসাইকেলে এসে ইউনিকো সুপারমার্কেটে গুলি চালিয়ে পালিয়ে যায়।
এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি মেসি। রোজারিওয় তাঁর একটি বাড়ি থাকলেও মেসি আপাতত ফ্রান্সে রয়েছেন। রোজারিওয় দুষ্কৃতী হামলার দিনেও প্যারিস সাঁ-জা'র অনুশীলনে ব্যস্ত ছিলেন তিনি। পিএসজি-র তরফে সোশ্যাল মিডিয়ায় মেসির অনুশীলনের ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, কয়েক মাস আগেই কাতারে আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করান লিওনেল মেসি। ৩৬ বছর পরে আর্জেন্তিনা ফের ফুটবল বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে। মেসি টুর্নামেন্টের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে গোল্ডেন বল জেতেন। তিনি অল্পের জন্য গোল্ডেন বুট হাতছাড়া করেন। বিশ্বকাপে মোট ৭টি গোল করেন মেসি। ফাইনালে হ্যাটট্রিক করে কিলিয়ান এমবাপে শেষমেশ গোল্ডেন বুট পুরস্কার মেসির কাছ থেকে ছিনিয়ে নেন। এমবাপে টুর্নামেন্টে সব থেকে বেশি ৮টি গোল করেন। মেসি থাকেন তালিকার দ্বিতীয় স্থানে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।