আজ বুধবার এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কঠিন চ্যালেঞ্জের সামনে লালহলুদ। এই ম্যাচে তাঁদের জিততেই হবে, আর সেটাও বড় ব্যবধানে। কারণ গত সপ্তাহে এই ইস্টবেঙ্গলকেই যুবভারতীয় স্টেডিয়ামে এসে ১-০ গোলে হারিয়ে গেছিল তুর্কমেনিস্তানের ক্লাবটি। ফলে লালহলুদের কাছে কঠিন চ্যালেঞ্জ সেই গোলের ব্যবধান মুছে ফেলে ম্যাচ বের করে আনা।
এর আগেও ম্যাজিক দেখিয়েছেন ব্রুজো
অবশ্য গত বছর অক্টোবর মাসে যখন কার্লেস কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল টানা ম্যাচ হেরে চলেছিল। তখন ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে কিন্তু এএফসির প্রতিযোগিতায় ঘুরে দাঁড় করিয়েছিলেন কোচ অস্কার ব্রুজো। লালহলুদ সমর্থকরা তাই এই ম্যাচের আগে ফুটবলারদের থেকেও বেশি ভরসা রাখছেন কোচ ব্রুজোর মগজাস্ত্রের দিকেই।
গত সপ্তাহে যে পরিমাণ সহজ সুযোগ ইস্টবেঙ্গলের দিয়ামানতাকোসরা পেয়েছিলেন, তাঁর যদি শিকি ভাগও কাজে লাগানো যেত, তাহলে আজ অ্যাডভান্টেজ নিয়ে নামতে পারত লালহলুদ, অবশ্য যা হয়েছে গেছে তা নিয়ে কথা বলে বিশেষ লাভ নেই। ম্যাচের আগে ক্লেইটন-দিয়ামানতাকোসের ফিট থাকাই অন্তত স্বস্তি দিচ্ছে ব্রুজোকে। কারণ তাঁরা গোল পান না না পান, জোড়া বিদেশিকে সামনে রাখা মানে প্রতিপক্ষেরও ওপর একটা চাপ তৈরি করে রাখা। সঙ্গে মাহেশ, ডেভিড, বিষ্ণুরা যদি একটু সাপোর্ট দিয়ে দিতে পারেন, তাহলে বিদেশিহীন এই দলের ডেরা থেকে তিন পয়েন্ট আর এএফসি চ্যালেঞ্জ কাপের সেমিফাইনালের টিকিট নিয়েও ফেরা সম্ভব লালহলুদের।
কখন শুরু খেলা-
ইস্টবেঙ্গল বনাম আর্কাদাগ এফকের এএফসি চ্যালেঞ্জ লিগের সেকন্ড লেগের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল চারটেয়।
কোথায় দেখা যাবে খেলা-
ইস্টবেঙ্গল বনাম আর্কাদাগের এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে লাইভ স্ট্রিমিংয়ে ফ্যানকোড অ্যাপে। (এছাড়াও ফুটবল দুনিয়ার সমস্ত আপডেট পেতে নজর রাখবেন HT বাংলার পেজে)
জবাব দেওয়ার ম্যাচ লালহলুদের
তুর্কমেনিস্তানের দলটির দুই ফুটবলারের দিকে আলাদা করে নজর থাকবে ইস্টবেঙ্গল কোচের। প্রথম জন স্ট্রাইকার দিদার দুর্দিয়েভ, আর দ্বিতীয় গুরবানোভ, যিনি গত ম্যাচে গোল করেছিলেন যুবভারতীতে। এই ম্যাচ ইস্টবেঙ্গল জিততে চাইবে আরও একটা কারণে, সেটা হল আর্কাদাগে গিয়ে প্রচুর অব্যবস্থার মুখে ফেলা হয়েছে দলকে। ব্রুজোদের খাবার থেকে হোটেল, মাঠ সবেতেই তাঁদের সমস্যায় ফেলেছে আয়োজক ক্লাব আর্কাদাগ। তাই ধর্মের কল বাতাসে নাড়িয়ে, মাঠেই জবাব দিতে মরিয়া লালহলুদ ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।