ISL ২০২৪-২৫ মরশুমের বাকি ম্যাচের ক্রীড়াসূচি বুধবার প্রকাশ করেছে ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (FSDL)। এর আগে ১৩ ম্যাচের ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছিল। এবার বাকি ১১ ম্যাচের তালিকা প্রকাশ করা হল। ১২ মার্চ শেষ হবে এবারের ইন্ডিয়ান সুপার লিগের গ্রুপ পর্বের ম্যাচ। তবে নকআউট সহ সেমিফাইনাল এবং ফাইনাল কবে অনুষ্ঠিত হবে তা উল্লেখ করা হয়নি। ২৫ মার্চ থেকে ভারতের ২০২৭ AFC কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হবে। তাই মনে করা হচ্ছে ISL-এর বাকি ম্যাচগুলি তার উপর নির্ভর করেই ঘোষণা করা হবে।এরকম পরিস্থিতিতে AIFF-এর দ্বারা আয়োজিত সুপার কাপ কবে আয়োজন করা হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
প্রথমে এবছর ISL এবং সুপার কাপ একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন। ঠিক করা হয়েছিল পরিবর্তন করা হবে টুর্নামেন্টের ফরম্যাটে। কিন্তু তা সম্ভব হয়নি, বিশেষত ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের আন্তর্জাতিক স্তরের ম্যাচ থাকার কারণে তা পরিবর্তন করা হয়। মনে করা হচ্ছে, এমন পরিস্থিতিতে আগামী বছরের এপ্রিলের আগে ছাড়া সুপার কাপ আয়োজন করা সম্ভব হবে না। এবিষয়ে ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জানান, আগামী ২-৩ দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। অন্যদিকে এখনও শুরু হয়নি আইলিগ। AIFF-এর এক আধিকারিক জানিয়েছেন, ১৫ নভেম্বরের আগে ছাড়া প্রতিযোগিতা শুরু করা সম্ভব নয়।
ISL -এর বাকি ক্রীড়াসূচি প্রকাশের পর মনে করা হচ্ছে ফেডারেশনকে আরও একবছর লাগবে লিগ এবং সুপার কাপ একসঙ্গে আয়োজন করতে। ফেডারেশনের দ্বিতীয় আধিকারিক বলেন, ‘যদি তাড়াতাড়িও ধরি, সেক্ষত্রেও এপ্রিলের আগে ছাড়া সুপার কাপ আয়োজন করা সম্ভব নয়’। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এর নিরিখে সুপার কাপ যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুপার কাপ বিজয়ী দল সুযোগ পায় ACL ২-এর যোগ্যতা অর্জনপর্ব খেলার। সেখানে যদি পরাজিতও হয় তখনও চ্যালেঞ্জ লিগ খেলার সুযোগ থাকে। অন্যদিকে ISL লিগ শিল্ড চ্যাম্পিয়ন সরাসরি ACL ২-এর মূলপর্ব খেলার সুযোগ পেয়ে থাকে। সুপার কাপে ISL এবং আইলিগ, দুই টুর্নামেন্টের দলগুলো অংশ নেয়। ২০২৩-২৪ মরশুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল এফসি। সেই সুবাদে তারা ACL ২-এর যোগ্যতা অর্জনপর্ব খেলে। সেখানে পরাজিত হওয়ায় এখন তারা চ্যালেঞ্জ লিগ খেলবে। অন্যদিকে গত মরশুমে ISL লিগ শিল্ড জেতায় এবার সরাসরি ACL ২-এর মূলপর্ব খেলার সুযোগ পেয়েছিল মোহনবাগান। কিন্তু ইরানে ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলতে না যাওয়ায় বাদ পড়তে হয় তাদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।