শুভব্রত মুখার্জি: চলতি আইএসএলে ফর্মের বেশ ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছেন গুরপ্রীত সিং সান্ধু সহ ভারতীয় সিনিয়র দলের প্রায় সব গোলরক্ষক। যা নিয়ে কিছুটা হলেও উদ্বিগ্ন সিনিয়র দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। তবে ইগর জানিয়েছেন তিনি আশাবাদী, বলা ভালো আত্মবিশ্বাসী যে ভারতের আসন্ন আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের আগেই ফর্মে ফিরবেন গুরপ্রীত সিং সান্ধু। বর্তমানে ভারতীয় দল পুনেতে রয়েছে। সেখানেই ক্যাম্পে অনুশীলন চালাচ্ছেন তারা।
প্রসঙ্গত সূচি অনুযায়ী ২৩ মার্চ বাহারিন এবং ২৬ মার্চ বেলারুশ দলের বিরুদ্ধে খেলার কথা রয়েছে ভারতীয় সিনিয়র দলের। দুটি ম্যাচ খেলা হবে মানামাতে। সম্প্রতি এআইএফএফের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইগর স্টিম্যাচ বলেন, ‘আমাদের গোলরক্ষকদের মধ্যে চলতি মরশুমে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। আমি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই গুরপ্রীতের সাথে কথা বলেছি। বিষয়টি নিয়েও যথেষ্ট সতর্ক যে মরশুম খুব একটা ভালো যায়নি।’
৫৪ বছর বয়সী স্টিম্যাচ আরও যোগ করেন, ‘এই মুহূর্তে এশিয়ার সেরা গোলরক্ষক গুরপ্রীত। আমার ওর প্রতি বিশ্বাস রয়েছে। বলা ভালো আমার সবার উপরেই বিশ্বাস রয়েছে। আমরা এই মুহূর্তে নানা ট্রেনিং পদ্ধতি মেনে অনুশীলন করছি।’ দুটো ফ্রেন্ডলিতে সুনীলের অনুপস্থিতি নিয়ে ইগরের মত, ‘এটাকে দলের বাকিদের সুযোগ হিসেবে দেখতে হবে। ও (সুনীল) যখন থাকবে না তখন ওকে ছাড়াই খেলাটা আমাদের শিখে চালিয়ে নিতে যেতে হবে। আমরা খুব বেশি নির্ভরশীল একজনের উপর হতে পারব না। এটা একটা দলগত খেলা। সুনীল আমাদের জন্য অসাধারণ এক পারফর্মার। ওকে না পাওয়াটা একটা বড় ক্ষতি তো অবশ্যই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।