বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কোন দল উঠবে ISL-এর সেমিফাইনালে? কী পরিস্থিতি এখন পয়েন্ট টেবলের, দেখে নিন এক নজরে

কোন দল উঠবে ISL-এর সেমিফাইনালে? কী পরিস্থিতি এখন পয়েন্ট টেবলের, দেখে নিন এক নজরে

এটিকে মোহনবাগান।

এটিকে মোহনবাগান যদি পরের ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে হারিয়ে দেয়, তা হলে তারা হাসতে হাসতে সেমিফাইনালে চলে যাবে। ড্র করলেও যে যাবে না, এমনটা নয়। তবে জিতে সেমির জায়গা পাকা করার উচ্ছ্বাসটাই আলাদা।

আইএসএলের সেমিফাইনালে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে হায়দরাবাদ এফসি। ১৮ ম্যাচে তাদের ৩৫ পয়েন্ট। জামশেদপুর এফসি-র আবার ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে হায়দরাবাদের ঘাড়ে তারা নিঃশ্বাস ফেলছে। আর ১ পয়েন্ট পেলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে জামশেদপুরেরও। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে এটিকে মোহনবাগান। তারাও এক পা বাড়িয়ে রেখেছে প্লে-অফের দিকে। মুম্বই সিটি এফসি-র আবার ১৮ ম্য়াচে ৩১ পয়েন্ট। সেমির লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কেরালা ব্লাস্টার্সের আবার পয়েন্ট ১৮ ম্যাচে ৩০। শেষ পর্যন্ত কারা সেরা চারে থাকবে, তা নিয়ে জোর জল্পনা। 

মোদ্দা কথা, এটিকে মোহনবাগান যদি পরের ম্যাচে চেন্নাইয়িন এফসি-কে হারিয়ে দেয়, তা হলে তারা হাসতে হাসতে সেমিফাইনালে চলে যাবে। ড্র করলেও যে যাবে না, এমনটা নয়। তবে জিতে সেমিতে যাওয়ার উচ্ছ্বাসটাই আলাদা। যদিও এটিকে মোহনবাগানকে চেন্নাইয়িন ছাড়াও লিগের শেষ ম্যাচ খেলতে হবে জামশেদপুর এফসি-র সঙ্গে।

এ দিকে আগের ম্যাচে এটিকে মোহনবাগানের কাছে হেরে আইএসএলের প্লে-অফে  ওঠার স্বপ্ন ভেঙে গিয়েছে বেঙ্গালুরু এফসি-র। সোমবার আবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সঙ্গে ড্র করায় লাস্টবয় হয়েই থাকতে হল এসসি ইস্টবেঙ্গলকে। নর্থইস্ট ১০ নম্বরেই শেষ করল তাদের অভিযান। 

এক নজরে দেখে নিন আইএসএল ২০২১-২২-এর আপডেটেড পয়েন্ট টেবল:

১. হায়দরাবাদ এফসি: ম্যাচ-১৮, জয়-১০, ড্র-৫, হার-৩, পয়েন্ট-৩৫, গোল পার্থক্য: +২২

২. জামশেদপুর এফসি: ম্যাচ-১৭, জয়-১০, ড্র-৪, হার-৩, পয়েন্ট-৩৪, গোল পার্থক্য: +১৩

৩. এটিকে মোহনবাগান: ম্যাচ-১৮, জয়-৯, ড্র-৭, হার-২, পয়েন্ট-৩৪, গোল পার্থক্য: +১১

৪. মুম্বই সিটি এফসি: ম্যাচ-১৮, জয়-৯, ড্র-৪, হার-৫, পয়েন্ট-৩১, গোল পার্থক্য: +৮

৫. কেরালা ব্লাস্টার্স এফসি: ম্যাচ-১৮, জয়-৮, ড্র-৬, হার-৪, পয়েন্ট-৩০, গোল পার্থক্য: +৮

৬. বেঙ্গালুরু এফসি: ম্যাচ-১৯, জয়-৭, ড্র-৫, হার-৭, পয়েন্ট-২৬, গোল পার্থক্য: +৪

৭. ওড়িশা এফসি: ম্যাচ-১৯, জয়-৬, ড্র-৫, হার-৮, পয়েন্ট-২৩, গোল পার্থক্য: -৮

৮. চেন্নাইয়িন এফসি: ম্যাচ-১৯, জয়-৫, ড্র-৫, হার-৯, পয়েন্ট-২০, গোল পার্থক্য: -১৭

৯. এফসি গোয়া: ম্যাচ-১৯, জয়-৪, ড্র-৬, হার-৯, পয়েন্ট-১৮, গোল পার্থক্য: -৬

১০. নর্থ-ইস্ট ইউনাইটেড: ম্যাচ-২০, জয়-৩, ড্র-৫, হার-১২, পয়েন্ট-১৪, গোল পার্থক্য: -১৮

১১. এসসি ইস্টবেঙ্গল: ম্যাচ-১৯, জয়-১, ড্র-৮, হার-১০, পয়েন্ট-১১, গোল পার্থক্য: -১৭

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন