প্রীতম কোটালকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান? জানা গিয়েছে আগামী মরশুমে তারকা ফুটবলারকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান। প্রীতমের বদলে নতুন ফুটবলার নিতে চায় মোহনবাগান কর্তৃপক্ষ। সূত্রের খবর, পরের মরশুমে কেরালা ব্লাস্টার্সের হলুদ জার্সিতে দেখা যেতে পারে প্রীতম কোটালকে। এর কারণ হল প্রীতকে নিয়ে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে ক্লাবের ফুটবলার আদান–প্রদানের চুক্তি হতে পারে। মোহনবাগান সুপার জায়ান্টস এবং কেরালা ব্লাস্টার্স সম্ভাব্য ফুটবলার অদলবদল চুক্তি নিয়ে আলোচনায় বসতে চলেছে। সেখানেই প্রীতম কোটালকে দিয়ে কেরালার দল থেকে তরুণ ফুটবলার নিতে চায় সবুজ মেরুন ব্রিগেড।
আরও পড়ুন… WTC Final 2023: নিয়েও নিলেন না DRS! হাতের অঙ্গভঙ্গিতে সকলকে ধন্ধে ফেললেন রোহিত শর্মা
আসলে নতুন মরশুমের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে সব দল। মোহনবাগান সুপার জায়ান্টসও তাদের দল গঠনে ব্যস্ত রয়েছে। নতুন প্লেয়ারদের নেওয়ার পাশাপাশি পুরনো প্লেয়ারদের ছেড়ে দিচ্ছে সবুজ মেরুন ব্রিগেড। এই ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকায় রয়েছেন তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার প্রীতম কোটাল। আসলে কেরালা ব্লাস্টার্সে অভিজ্ঞ ডিফেন্ডারের অভাব রয়েছে। কেরালা টিম ম্যানেজমেন্ট একজন অভিজ্ঞ ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে। সে কথা মাথায় রেখে প্রীতম কোটালকে দলে নিতে চায় কেরালা। আর তার পরিবর্তে রুইভাকে মোহনবাগান সুপার জায়ান্টসকে দিতে চায় তারা। কোটালের অভিজ্ঞতা এবং দলকে নেতৃত্ব দেওয়ার গুণকে কাজে লাগাতে চায় কেরালা।
আরও পড়ুন… বিপাকে দনুষ্কা গুণতিলক! অস্ট্রেলিয়াতে ধর্ষণ মামলায় শুরু বিচার
সবুজ মেরুণ ডিফেন্সের অন্যতম সেরা স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ২৯ বছর বয়সি সেন্টার ব্যাক প্রীতম কোটাল। বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে মোহনবাগান রক্ষণকে নির্ভরতা দিয়ে এসেছেন তিনি। এবার প্রীতম কোটালকে কেরালা ব্লাস্টার্সের রুইভার সঙ্গে অদলবদল করতে চায় মোহনবাগান। রুইভা এবং কোটালের বিনিময় সম্ভাবনা নিয়ে দুই ক্লাবের মধ্যে আলোচনা গতি পেয়েছে।
আরও পড়ুন… WTC Final: ওভালে কয়েক মিনিটের ব্যবধানে রেকর্ড ভাঙাগড়ার খেলায় মাতলেন বিরাট-রোহিত!
আসলে দুই ক্লাব দুই ফুটবলার হরমিপাম রুইভা এবং প্রীতম কোটালকে বিনিময় করে নিজেদের দলকে আরও শক্তিশালী করতে চায়। এই ব্যাপারে মোহনবাগান সুপার জায়ান্টস ও কেরালা ব্লাস্টার্সের কর্তারা আলোচনায় বসতে চলেছেন। অতিরিক্ত ট্রান্সফার ফিও চুক্তির অংশ হিসাবে বিবেচনা করা হচ্ছে। কেরালা ব্লাস্টার্সের পক্ষ থেকে প্রীতম কোটালকে তিন বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব অনুসারে প্রীতমকে ২০২৬ সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার্সে থাকতে হবে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
অন্যদিকে, প্রীতম কোটালকে ছেড়ে দিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস প্রতিশ্রুতিবান তরুণ ডিফেন্ডার হরমিপাম রুইভাকে দলে নিতে চায়। দেশের এই প্রতিভাবান ডিফেন্ডারের সঙ্গে কেরালা ব্লাস্টার্সের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। তিনি আগেই কোচির এই দলের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছিলেন। ২১ বছর বয়সি হরমিপাম রুইভা দুর্দান্ত পারফরমেন্স করে সকলকে মুগ্ধ করেছেন। তাঁর মধ্যে ভবিষ্যতের বড় ফুটবলার ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই। গত আইএসএলে কেরালা ব্লাস্টার্সের ডিফেন্স লাইনে গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন রুইভা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।