শুভব্রত মুখার্জি:- প্রিমিয়ার লিগের এই মরশুমের চ্যাম্পিমন নির্ধারিত হয়ে গিয়েছে। শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করেছে ম্যাঞ্চেস্টার সিটি। ফলে স্বপ্ন অধরা থেকে গিয়েছে আর্সেনাল, লিভারপুলের মতন দলগুলোর। এমন আবহে গত মরশুম শুরুর আগেই যে কোচ বদল হচ্ছে লিভারপুলে তা অনেকদিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। চলতি বছরে জানুয়ারি মাসে জুর্গেন ক্লপ জানিয়ে দিয়েছিলেন যে তিনি মরশুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়ছেন। তাঁর জায়গায় যে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডের কোচ আর্নে স্লটকে লিভারপুলের দায়িত্ব দেওয়া হবে তা জানতে আর বাকি ছিল না।তবে ক্লাবের তরফে অফিসিয়ালি এতদিন কিছু ঘোষণা হয়নি।তবে প্রিমিয়ার লিগের মরশুম শেষ হয়ে যাওয়ার পরেই এবার লিভারপুলের তরফে অফিসিয়ালি আগামী মরশুমে দলের কোচ হিসেবে আর্নে স্লটের নাম নিশ্চিত করা হল।
প্রসঙ্গত গত এপ্রিলেই ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়ে দিয়েছিল ফেইনুর্ডের কোচ আর্নে স্লটকে, ক্লপের জায়গায় আনতে চলেছে লিভারপুল। ওই মাসের শেষে স্লটের বিষয়ে ঐক্যমতে পৌঁছায় লিভারপুল ও ফেইনুর্ড। ১৭ মে স্লট নিজেই জানান ' নিশ্চিত করতে পারি যে পরের বছর ওখানে (লিভারপুলে) কোচিং করাতে যাচ্ছি।’ সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ লিভারপুল জানিয়েছে, ‘আমরা ঘোষণা করছি, ক্লাবের নতুন প্রধান কোচ হওয়ার বিষয়ে যে চুক্তি তাতে সম্মত হয়েছেন আর্নে স্লট। ওয়ার্ক পারমিট পাওয়ার উপর নির্ভর করছে তাঁর দায়িত্ব নেওয়া। তিনি ১ জুন ২০২৪ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।’ ৪৫ বছর বয়সী এই ডাচকে কোচ আনতে ফেইনুর্ডকে ৯৪ লক্ষ পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে লিভারপুল। গত মরশুমে ফেইনুর্ডকে ডাচ লিগ জিতিয়েছেন স্লট।
আরও পড়ুন… RR vs RCB ম্যাচ এক তরফা জিতবে এই দল- গাভাসকরের ভবিষ্যদ্বাণী! জানালেন কারা জিতবে IPL 2024
২০২১ সালে ডাচ ক্লাবটির কোচের দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রিমিয়র লিগের কোনো ক্লাবের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্লট। এবার তাঁর ইচ্ছাপূরণ হল। গতবার তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল টটেনহাম হটস্পার।তবে চুক্তির বিষয়ে কথা বেশি দূর এগোয়নি।নেদারল্যান্ডসের ঘরোয়া ফুটবলে খেলোয়াড়ি জীবনে প্রাক্তন এই মিডফিল্ডার দুবার ডাচদের দ্বিতীয় বিভাগের লিগ জিতেছেন। অবসরের পরে পিইএসি জুয়োল্লে ক্লাবের বয়সভিত্তিক দলের কোচের দায়িত্ব নেন স্লট। এরপর এসসি ক্যাম্বুর ক্লাবের সহকারী কোচ হন। ২০১৯ সালে আলকামার ক্লাবের কোচের দায়িত্ব নেন স্লট। এরপর ফেইনুর্ড এবং বর্তমানে লিভারপুলের কোচের দায়িত্ব তিনি নিতে চলেছেন।তবে প্রিমিয়র লিগে পথচলা অথবা ক্লপের শূন্যস্থান পূরণ করা যে কঠিনতম কাজ হতে চলেছে তা বিলক্ষণ জানেন আর্নে স্লট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।