ডার্বিতে রেফারিং নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো। দাবি করেন যে বক্সের মধ্যে আপুইয়ার হাতে বল লাগলেও নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। সৌভিক চক্রবর্তীকে যে লাল কার্ড দেখানো হয়, সেটার ক্ষেত্রে প্রথম হলুদ কার্ডটা হয় না। আর সেইসব অভিযোগের জন্য তাঁকে পালটা কটাক্ষ করলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ জোসে মোলিনা। প্রাথমিকভাবে রেফারিং নিয়ে ব্রুজো যা বলেছেন, সেটাকে তাঁর ব্যক্তিগত মতামত পাশ কাটিয়ে দিচ্ছিলেন সবুজ-মেরুন ব্রিগেডের হেড কোচ। কিন্তু পরে চূড়ান্ত কটাক্ষ করে মোলিনা বলেন, ‘যখন আপনি জেতেন না, তখন আপনি আপনি অজুহাত খোঁজার চেষ্টা করেন।’ সেইসঙ্গে তিনি এটাও জানান, শুধু ব্রুজো নন, হারের পরে সকলেই অজুহাত বা বাহানা খোঁজার চেষ্টা করেন। কিন্তু তিনি সেই কাজটা করেন না।
রেফারিং নিয়ে একমত নই ব্রুজোর সঙ্গে, বললেন মোলিনা
শনিবার গুয়াহাটিতে আইএসএলের ডার্বিতে জয়ের পরে রেফারিং নিয়ে যে উষ্মাপ্রকাশ করেন ইস্টবেঙ্গলের হেড কোচ, তা নিয়ে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে মোলিনা বলেন, ‘উনি (ব্রুজো) যেটা বলেছেন, সেটা নিয়ে আমি এখানে আলোচনায় বসব না। ওটা তাঁর (ব্যক্তিগত) মতামত। অবশ্যই তাঁর সঙ্গে আমি একমত নই। ওঁনার নিজস্ব মতামত আছে। আমার মতটা বলেছি।'
‘রেফারিরা কখনও কখনও ভুল করে ফেলেন’, বললেন মোলিনা
মোলিনা আরও বলেন, ‘আমরা এই জয় পাওয়ার যোগ্য। আমরা ভালো খেলেছি। আমরা রেফারিকে নিয়ন্ত্রণ করতে পারি না। কখনও কখনও আমাদের মনে হতে পারে যে (রেফারির) সিদ্ধান্তটা আমাদের জন্য ঠিক হয়নি। উনি হয়তো সেটা (বাজে রেফারিং) অনুভব করেছেন। আমি সেটা অনুভব করিনি। রেফারিরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কখনও কখনও তাঁরা ভুল করে ফেলেন, সেটা দুটো দলের ক্ষেত্রেই হয়।’
আর তারপরই ইস্টবেঙ্গলের হেড কোচকে কটাক্ষ করেন মোলিনা। তিনি বলেন, ‘আমি কী আর বলতে পারি? যখন আপনি জেতেন না, তখন আপনি আপনি অজুহাত খোঁজার চেষ্টা করেন। কিন্তু (রেফারিং) নিয়ে আমার কিছু বলার নেই। (আমার দলের) খেলার খুশি আমি। রেফারিং নিয়ে আমি কখনও কিছু বলিনি।’
'মোহনবাগানও বাজে রেফারিংয়ের শিকার হলেও অভিযোগ করেনি'
মোলিনা দাবি করেন, রেফারির বাজে সিদ্ধান্তের শিকার হয়েছে মোহনবাগানও। কিন্তু কখনও সেটা নিয়ে অভিযোগ করেননি। মোহনবাগানের হেড কোচের কথায়, ‘কয়েকটি ম্যাচে আমার মনে হয়েছে যে আমাদের বিরুদ্ধে খুব বাজে সিদ্ধান্ত নিয়েছেন রেফারি।’
আরও পড়ুন: ISL 2024-25: ১১ ম্যাচ পরে জয় পেল মহমেডান! কাসিমোভের গোল, ১-০ হারাল বেঙ্গালুরুকে
তিনি আরও বলেন, 'তাও আমি কখনও রেফারিং নিয়ে অভিযোগ করিনি। ঠিক? আমি জানি না। উনি হয়ত ওটা পেনাল্টি দেখেছিলেন। আমি আরও কাছে ছিলাম। কিন্তু আমি দেখতে পাইনি। আমি জানি না যে ওটা পেনাল্টি ছিল কি ছিল না। আমি জানি না। উনি হয়তো টিভিতে দেখেছেন। আমি দেখিনি (টিভিতে)। এরকম বোঝা কঠিন কাজ। তবে (ওঁনার মতামতকে) আমি সম্মান করি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।