শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবলের সেরা লিগ ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএল। সেই আইএসএলে অবনমন বা উত্তীর্ণ হওয়ার কোন পদ্ধতি চালু নেই। যা নিয়ে কম বিতর্ক বা সমালোচনা হয়নি। এএফসির তরফেও এই বিষয়ে এআইএফএফের সঙ্গে আলোচনা হয়েছে। দেশের সেরা লিগে অবনমন চালুর জল্পনা দীর্ঘদিনের। আর সেই জল্পনাকে আরও উস্কে দিলেন এআইএফএফের সভাপতি কল্যান চৌবে। সামনের মরশুম থেকেই আইএসএলে অবনমন চালুর পক্ষে সওয়াল করলেন তিনি।
গোয়াতে আইএসএলের ফাইনালের পরে কল্যাণ চৌবে বলেছেন, ‘এই লিগের ৯ বছর বয়স হল। শুরু থেকেই বা অন্তত পঞ্চম বছর থেকে দরজা খোলা রাখা উচিত ছিল। কিন্তু সেটা হয়নি নির্দিষ্ট কয়েকটি দল খালি আইএসএল খেলার সুযোগ পাচ্ছে। অবনমন না থাকলে কোনও প্রতিযোগিতার মান উন্নয়ন সম্ভব নয়। এই বিষয়টা সংশ্লিষ্ট সকলকে ভাবতে হবে।
WPL 2023: ছিল চিকিৎসকদের ছাড়পত্র, অকারণে বাদ দিয়েছে গুজরাট জায়ান্টস! জবাব দিলেন ডটিন
কীভাবে আইএসএলকে ওপেন লিগে পরিণত করা যায়, সেটা ঠিক করতে হবে। অনেক সময় দলগুলি উৎসাহ হারিয়ে ফেলে। এই ভাবে কোনও প্রতিযোগিতা এগোতে পারে না। ওপেন লিগ শুরু করার এটাই সেরা সময়। না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। যত দ্রুত আমরা আইএসএলে উত্তরণ এবং অবনমন শুরু করতে পারব তত আমাদের দেশের ফুটবলের পক্ষে সেটা ভালো।’
এআইএফএফের সভাপতি কল্যান চৌবের কথাতে স্পষ্ট আগামী মরশুম থেকেই শুরু হবে অবনমন। শনিবার ফাইনালের দিনই আইএসএল কর্তৃপক্ষকে বিষয়টি পর্যালোচনা করে দেখার নির্দেশ দিয়েছেন ফেডারশনের সভাপতি কল্যাণ চৌবে। নতুন দলগুলি যাতে নিয়মের বেড়াজালে ফেঁসে না গিয়ে সহজে আইএসএল খেলতে পারে, তার উপায় খুঁজে বার করারও নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য ২০১৪ সালে শুরু হয়েছিল আইএসএল। এতদিন পর্যন্ত লড়াই হয়েছে শুধু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।
অবনমন বাঁচানোর লড়াই লড়তে হয়নি দলগুলোকে।সব ঠিক থাকলে আগামী মরশুম থেকে সেই চিন্তাও করতে হবে। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পায়। আইএসএলে দলের সংখ্যা বেড়ে হয়েছে ১১টি। পরের মরশুম থেকে লিগের পয়েন্ট তালিকায় শেষে থাকলে পরের মরশুম থেকে খেলতে হবে আই লিগে। পাশাপাশি আই লিগ চ্যাম্পিয়ন দলও সরাসরি খেলার সুযোগ পাবে আইএসএলে। আইলিগ জয়ী রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি পরের মরশুমে সরাসরি আইএসএল খেলার সুযোগ পাবে। তবে তাদের আর্থিক শর্ত পূরণ করতে হবে তারপরেই মিলবে খেলার ছাড়পত্র।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।