বুধবার গোকুলাম কেরালার বিরুদ্ধে এএফসি কাপের গ্রুপ রাউন্ডের ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান। ইতিমধ্যেই সেই প্রস্তুতি বেশ জোরদার শুরু করে দিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। এ বার এফসি কাপের মূল পর্বের ম্যাচের জন্য প্রস্তুতিতে যোগ দিয়েছেন রয় কৃষ্ণও। তবে তাঁকে খেলানো নিয়ে সরাসরি কোনও উত্তর দিলেন না এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। বরং তিনি ধোঁয়াশা রেখে দিলেন।
পারিবারিক সমস্যা মিটিয়ে বেশ কয়েক দিন হয়ে গেল দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিজির তারকা ফরোয়ার্ড রয় কৃষ্ণ। প্রস্তুতিতেই বেশ ভালো ছন্দে রয়েছেন তিনি। তবে বুধবার তাঁর মাঠে নামা নিয়ে খোলসা করে কিছু বলছেন না ফেরান্দো। মঙ্গলবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রয় কৃষ্ণকে নিয়ে কিছুটা গা-ছাড়া ভাবেই সবুজ-মেরুন কোচ বলেছেন, ‘দেখি খেলানো যায় কি না! ম্যাচের আগে সিদ্ধান্ত নেব।’
হয়তো রয় কৃষ্ণ এএফসি কাপের আগের ম্যাচগুলো না খেলায় ক্ষেপে রয়েছেন ফেরান্দো। বা তাঁকে খেলানো নিয়ে বিষয়টি গোপন রাখতে চাইছেন তিনি, যাতে প্রতিপক্ষ রয়ের জন্য আলাদা স্ট্র্যাটেজি না তৈরি করতে পারে।
আরও পড়ুন: রয় কৃষ্ণ এবং তাঁর সঙ্গী উইলিয়ামসকে নতুন মরশুমে ছেড়ে দিতে চলেছে ATK MB
এ দিকে চোট সারিয়ে উঠেছেন সন্দেশ ঝিঙ্গানও। তাঁর খেলা প্রসঙ্গে অবশ্য স্পষ্ট করে ফেরান্দো বলেছেন, ‘সন্দেশ গত দু'সপ্তাহ ধরে অনুশীলন করছে। যথেষ্ট উন্নতি করেছে। আশা করছি ও খেলতে পারবে।’
নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও সবু-মেরুনকে একেবারেই ফেভারিট ভাবছেন না ফেরান্দো। বরং তিনি পরপর দু'বার আইলিগ জয়ী টিম গোকুলমকে বাড়তি সমীহ করছেন। তিনি বলেছেন, ‘গোকুলামের চলতি মরশুমটা দারুণ যাচ্ছে। ওরা টিম হিসেবে দুর্দান্ত ফুটবল খেলে। খুব পরিকল্পনামাফিক এগোয়। ওদের আক্রমণভাগ খুবই ভালো। সে কারণে ওদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক এগোতে হবে। এই ম্যাচে চার জন বিদেশি ফুটবলার নিয়ে মাঠে নামতে চাই। কিন্তু, স্কোয়াডে কারা খেলবেন, সেটা এখনই বলা যাবে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।