বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ, নড়বড়ে রক্ষণ নিয়ে পারবে কি কেরলের টিমকে হারাতে?

প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ, নড়বড়ে রক্ষণ নিয়ে পারবে কি কেরলের টিমকে হারাতে?

এসসি ইস্টবেঙ্গল।

লাল-হলুদ ব্রিগেডই একমাত্র টিম, যারা আইএসএলের একটি ম্যাচও জেতেনি। শেষ ম্যাচে এফসি গোয়ার কাছে ৩-৪ হেরেছে। তার আগের ম্যাচে চেন্নাইয়িন এফসি-র সঙ্গে ড্র করে যেটুকু আশা জাগিয়েছিল ম্যানুয়েল দিয়াজের টিম, গোয়ার কাছে হেরে সব আশায় জল ঢেলে দেয় লাল-হলুদ বাহিনী।

এ বার আইএসএলে সবচেয়ে খারাপ পারফরম্যান্স এসসি ইস্টবেঙ্গলের। এখনও তারা জয়ের মুখ দেখেনি। লাল-হলুদ ব্রিগেডই একমাত্র টিম, যারা আইএসএলের একটি ম্যাচও জেতেনি। শেষ ম্যাচে এফসি গোয়ার কাছে ৩-৪ হেরেছে। তার আগের ম্যাচে চেন্নাইয়িন এফসি-র সঙ্গে ড্র করে যেটুকু আশা জাগিয়েছিল ম্যানুয়েল দিয়াজের টিম, গোয়ার কাছে হেরে সব আশায় জল ঢেলে দেয় লাল-হলুদ বাহিনী।

রবিবার ভাস্কোর তিলক ময়দানে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গল কি ঘুরে দাঁড়াতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে যত দিন গড়াচ্ছে, প্রতিপক্ষ হিসেবে ক্রমশ কঠিন হয়ে উঠছে কেরালা। চার ম্যাচে পাঁচ পয়েন্ট তাদের। কেরলের টিমকে হারাতে না পারলে, লাল-হলুদ একেবারেই অন্ধকারে তলিয়ে যাবে।

এ দিকে দিয়াজের দলে চোট-আঘাতের সমস্যা বাড়তে শুরু করেছে। গত ম্যাচে চোট পেয়েছেন ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েল। তার আগের ম্যাচে মহম্মদ রফিক। তাঁদের সুস্থ করে তোলাটাও এখন দলের সাপোর্ট স্টাফেদের কাছে বড় চ্যালেঞ্জ।

সাম্প্রতিক পারফরম্যান্স

এসসি ইস্টবেঙ্গল: জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র দিয়ে এ বারের লিগ শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল। শুরুতে গোল দিয়ে বিরতির ঠিক আগে গোল খাওয়ার পরে দ্বিতীয়ার্ধে গোলের মুখ খুলতে পারেননি কোনও পক্ষের ফরোয়ার্ডরা। কলকাতা ডার্বিতে এসসি ইস্টবেঙ্গল আক্রমণাত্মক মেজাজে শুরু করলেও দশ মিনট পর থেকে ম্যাচের রাশ নিয়ে নেয় এটিকে মোহনবাগান। বিপর্যস্ত এসসি ইস্টবেঙ্গল শিবির আর খেলায় ফিরতে পারেনি। সারা ম্যাচে একটি শটও গোলে রাখতে পারেনি তারা। ওড়িশা এফসি-র বিরুদ্ধে সবার আগে লাল হলুদের ডাচ খেলোয়াড় ড্যারেন সিডোয়েলই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। তার পরেও হাফ ডজন গোল খায় তারা। তবে ম্যাচের শেষ দিকে তিন গোল করে লাল-হলুদ ব্রিগেড। শেষ পর্যন্ত অবশ্য ৬-৪-এ ম্যাচ জেতে ওড়িশা। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে খাতায় কলমে এসসি ইস্টবেঙ্গল পিছিয়ে থেকে নামলেও লড়াই করে সমানে সমানে। আগের দুই ম্যাচের চেয়ে অনেক উন্নত পারফরম্যান্স দেখিয়ে গোলশূন্য ড্র করে লিগের দ্বিতীয় পয়েন্ট অর্জন করে তারা। গত মঙ্গলবার সারা ম্যাচে সাত-সাতটি গোল হলেও কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি এসসি ইস্টবেঙ্গল। ৪-৩-এ জিতে চলতি মরশুমের প্রথম জয় ও প্রথম পয়েন্ট অর্জন করে এফসি গোয়া। লাল-হলুদ শিবিরের ক্রোয়েশিয়ান স্ট্রাইকার আন্তোনিও পেরোসেভিচ জোড়া গোল করেন। অপর গোলটি করেন আমির দার্ভিসেভিচ।

কেরালা ব্লাস্টার্স: প্রথম তিন ম্যাচ থেকে মাত্র দু’পয়েন্ট অর্জন করার পর গত রবিবার চতুর্থ ম্যাচে তিন পয়েন্ট পায় কেরালা ব্লাস্টার্স। গত বারের আইএসএল থেকে টানা এগারো ম্যাচে জয়হীন থাকার পর প্রথম জয়ের মুখ দেখে তারা। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২-৪ হারের পরে ইভান ভুকোমানোভিচের দল নর্থইস্ট ইউনাইটেড (০-০) ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে (১-১) পরপর দুই ম্যাচে ড্র করে। রবিবার তারা ২-১ হারায় ওড়িশা এফসি-কে। কেরলের টিমটির কোচের দাবি, প্রথম তিন ম্যাচেও তাঁর দল ভাল ফুটবলই খেলেছে। কিন্তু শেষ ম্যাচের পারফরম্যান্স ছিল এখনও পর্যন্ত সেরা।

দলের খবর

এসসি ইস্টবেঙ্গল: ক্রোয়েশিয়া থেকে আসা অনূর্ধ্ব ২১ জাতীয় দলের স্টপার ফ্রানিও পর্চে প্রথম ম্যাচে দুর্দান্ত একটি গোল করে আশা জাগালেও পরের ম্যাচগুলোতে ব্যর্থ। ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচ প্রথম ম্যাচে আশাজনক পারফরম্যান্স দেখিয়ে লাল-হলুদ জনতার নয়নের মণি হয়ে উঠেছিলেন। গত মঙ্গলবার তাঁর জোড়া গোলে সেই আশা ফের জেগে উঠেছে। নাইজেরিয়া থেকে আসা ফরোয়ার্ড ড্যানিয়েল চিমা দলের ‘গোলমেশিন’ হয়ে উঠতে পারেন বলে ভেবেছিলেন সমর্থকেরা। কিন্তু ওড়িশার বিরুদ্ধে জোড়া গোল ছাড়া এখনও পর্যন্ত সে রকম কিছুই করতে পারেননি। ওড়িশা এবং গোয়ার ফুটবলাররা যে ভাবে লাল-হলুদের ডিফেন্ডারদের নিয়ে ছেলেখেলা করেছেন, তাতে রক্ষণের কতটা হতশ্রী দশা, তা পরিষ্কার হয়ে গিয়েছে। চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচেই লাল-হলুদ রক্ষণ দাঁড়াতেও পারেনি। গোলকিপার শুভম সেন ক্রমশ উন্নতি করলেও দুর্বল রক্ষণের জন্য খুবই চাপে পড়ে যাচ্ছেন। দলের এক নম্বর গোলকিপার অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য প্রায় সুস্থ হয়ে উঠেছেন। রবিবার প্রথম দলে তিনি থাকেন কি না, সেটাই দেখার। এ দিকে মহম্মদ রফিকের পেশিতে টান ধরায় তিনি আপাতত বিশ্রামে। গত ম্যাচের পরে কোচ জানান, ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডোলেরও চোট হয়েছে। রবিবার তাঁর জায়গায় চিমাকে প্রথম এগারোয় দেখা যেতে পারে।

কেরালা ব্লাস্টার্স: ২০১৯-২০ মরশুমে মোহনবাগান এসি-কে হিরো আই লিগ জেতানো স্প্যানিশ কোচ কিবু ভিকুনাকে সরিয়ে সার্বিয়া থেকে নতুন কোচ ইভান ভুকোমানোভিচকে আনার সঙ্গে কোরালা ব্লাস্টার্স নিয়ে এসেছে একাধিক নতুন ফুটবলারও। এ-লিগ চ্যাম্পিয়ন মেলবোর্ন সিটি থেকে নিয়ে আসা হয়েছে উরুগুয়ের মিডফিল্ডার আদ্রিয়ান লুনাকে। যিনি এখনও পর্যন্ত চারটি ম্যাচে তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন। চেন্নাইয়িন এফসি থেকে এসেছেন সেন্ট্রাল ডিফেন্ডার এনেস সিপোভিচ, যিনি তিনটি ম্যাচে ভালো খেলেছেন। লিওনেল মেসির দেশের ফরোয়ার্ড জর্জ পেরেইরা দিয়াজকে লোনে আনা হয়েছে ক্লাব আতলেতিকো প্লাতেন্সে থেকে। তিনি চারটি ম্যাচে ইতিমধ্যে একটি গোল করেছেন। স্প্যনিশ স্ট্রাইকার আলভারো ভাজকেজ এ বার কেরালার দলের বড় ভরসা হয়ে উঠেছেন। তিনিও একটি গোল করেছেন। ডায়নামো জাগ্রেব থেকে নিয়ে আসা হয়েছে ক্রোয়েশিয়ান সেন্টার ব্যাক মার্কো লেসকোভিচকে। প্রত্যাশিত স্তরে না যেতে পারলেও খারাপ ফর্মে নেই তিনি। তবে ইতিমধ্যেই হাফ ডজন গোল খেয়েছে তাঁদের রক্ষণ। দেশের অভিজ্ঞ মিডফিল্ডার হরমনজ্যোৎ সিং খাবরা, উঠতি ডিফেন্ডার সঞ্জীব স্টালিন, মিডফিল্ডার জিকসন সিং, সাহাল আব্দুল সামাদ, রাহুল কেপি রয়েছেন এই দলে। গত ম্যাচের শেষ দিকে চোট পাওয়া গোলকিপার আলবিনো গোমস এই ম্যাচে অনিশ্চিত। তাঁর জায়গায় গোল সামলাতে পারেন প্রভসুখন গিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দীপিকার প্রেন্যান্সির সত্যতা নিয়ে প্রশ্ন! ‘লেডি সিংঘম’কে নিয়ে কী ঘোষণা রোহিতের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় ঘোষণা, এবার রায় দেবে কলকাতা হাইকোর্ট দ্বিতীয় দফার ভোটের আগেই শৈলশহরে অমিত শাহ, নবাবের জেলায় সভা রাজনাথের নিজের ভোটটা ঘাসফুলে কেমন করে দেবেন?‌ জনগণকে টিপস দিলেন মুখ্যমন্ত্রী জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI মঙ্গলের মীনে গমন, ৫ রাশির শুভ সময় হবে শুরু, কর্মক্ষেত্রে হবে দুর্দান্ত অগ্রগতি পাককে মিসাইল-উপাদান সরবরাহকারী চিনা সংস্থা সহ ৪ ফার্মের ওপর মার্কিনি নিষেধাজ্ঞা IPL-এর ইতিহাসে সব থেকে বেশি রান, ডি'ভিলিয়র্সকে টপকে সেরা ৬-এ ধোনি আজ কারা ঘনিষ্ঠ বন্ধুর প্রতি আকৃষ্ট হতে পারেন? কী বলছে আজকের প্রেম রাশিফল এবার সলমনের বাড়ির বাইরে পৌঁছে গেল লরেন্স বিষ্ণোই! তুলতে গেল অ্যাপ ক্যাবের চালক

Latest IPL News

জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি 'তোমার প্রিয় ক্রিকেটার বুমরাহ'?প্রশ্ন ইশানের,ভক্তের উত্তরে বুমরাহ বললেন-গুড চয়েস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.