মহিলাদের বিশ্বকাপ একেবারে অন্তিম লগ্নে এসে পৌঁছে গিয়েছে। ফিফা-র শোপিস ইভেন্টের নবম সংস্করণটি চলছে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ডে। শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ফ্রান্স। ব্রিসবেনের ল্যাং পার্কে অনুষ্ঠিত ম্যাচে শেষ হাসি হাসল আয়োজক দেশ অস্ট্রেলিয়া। ১২০ মিনিট পর্যন্ত খেলা গোলশূন্য থাকায়, পেনাল্টি শ্যুটআউটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। সেখানে ৭-৬ ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে প্রথমবার মহিলাদের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল অস্ট্রেলিয়া। তবে শুধু মহিলা বিশ্বকাপ কেন ছেলেদের ফুটবল বিশ্বকাপেও অতীতে এমন সাফল্য পায়নি অস্ট্রেলিয়া।
চলতি মহিলাদের ফুটবল বিশ্বকাপে এবার ইতিহাস গড়ে দেখাল অস্ট্রেলিয়ার মহিলা ফুটবল দল। মেয়েদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্য়াচে ব্রিসবেনের সান কর্প স্টেডিয়ামে ৫০ হাজার দর্শকদের উপস্থিতিতে ফ্রান্স হারাল অস্ট্রেলিয়া। ব়্যাঙ্কিং এবং শক্তি সব দিক থেকেই ফ্রান্সের থেকে পিছিয়ে ছিল অস্ট্রেলিয়া। ম্যাচের নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হয় ফ্রান্স। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচ ছিল গোলশূন্য। এরপরে ম্যাচ গড়িয়েছল টাইব্রেকারে। এরপরে ম্য়াচ চলেছল রুদ্ধশ্বাস। টাইব্রেকার ৩-৩ হওয়ার পর সাডেন ডেথ শুরু হয়। সেখানে ৭-৬ ব্যবধানে ম্যাচ জিতে শেষ চারের টিকিট পাকা করে অস্ট্রেলিয়া।
পেনাল্টি শুটআউটে প্রথম শটেই গোল করে অস্ট্রেলিয়া। ফ্রান্স প্রথম শট মিস করে। এরপর দ্বিতীয় শট মিস করে অস্ট্রেলিয়া। প্রথমটি মিস করলেও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শটে গোল করে ফ্রান্স। চতুর্থ শট শেষে স্কোর ছিল ৩-৩। পঞ্চম শটেই নির্ধারিত হয়ে যেতে পারত ম্যাচের ফল। কিন্তু ম্যাচটি আরও রোমাঞ্চকর হয়ে ওঠে যখন পঞ্চম শট মিস করে দুই দলের ফুটবলাররা। এরপর দুটি দলই আরও পাঁচটা করে শট নিয়েছে। শেষ পর্যন্ত ম্যাচের ফল পাওয়া যায় টাইব্রেকারের দশম শটে। পরের তিন শটে উভয় দলই গোল করে। আবার নবম শটে দুটি টিমই টাইব্রেকার মিস করে। দশম প্রচেষ্টায় ফ্রান্সের নাওমি ফেলার শট লক্ষ্যভ্রষ্ট হয়। সাডেন ডেথে দুটি শট মিস করে সেমিফাইনাল হাতছাড়া করে ফ্রান্স। অস্ট্রেলিয়ার কোর্টনি ভাইনের গোলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। টাইব্রেকার ও সাডেন ডেথে চারটি শট বাঁচান অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাকেঞ্জি আর্নল্ড।
আগামী ১৬ অগস্ট অর্থাৎ বুধবার সেমিফাইনাল ম্যাচ নামবে অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এদিন ইংল্যান্ড দল কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে সেমির টিকিট পাকা করেছে। সেমিফাইনালে ওঠা বাকি দলগুলি হল সুইডেন এবং স্পেন। অজিরা ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে খেলতে নেমেছিল শেষ চার। অন্যদিকে ফরাসিরা ৪-০ গোলে মরক্কোকে হারিয়েছিল শেষ ষোলোয়। এদিন অজি বনাম ফ্রান্স ম্যাচে লেখা হল ইতিহাস। মেয়েদের বিশ্বকাপে দীর্ঘতম পেনাল্টি শ্যুটআউটের রেকর্ড হল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।